বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫, ১৮ আশ্বিন ১৪৩২
বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫, ১৮ আশ্বিন ১৪৩২

ইউটিভি ডেস্ক রিপোর্ট।। প্রকাশিত: শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:০৫ পিএম

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে ইং ১/০২/২০২৫ তারিখ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া মোট ০৬ জন আসামী গ্রেফতার করা হয়।

এসআই (নিঃ) মোঃ সাইফুল ইসলাম, সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া মাদক মামলায় ধৃত আসামী ১। মোঃ বাচ্চু মিয়া @ মোহাম্মদ জুনাইদ ইসলাম (৩৮), ২। মোঃ টিপু সুলতান (২৭), উভয় পিতা-মৃত সুরুজ আলী, মাতা- মোছাঃ আজিদা বেগম, সাং-বিল রাউল, ডাকঘর-কুল্লাপাড়া, ৬নং মাইজবাগ ইউপি, থানা-ঈশ্বরগঞ্জ, জেলা-ময়মনসিংহদ্বয়কে অত্র থানাধীন শম্ভুগঞ্জ চায়না মোড় এলাকা হইতে গ্রেফতার করেন।

এসআই(নিঃ) রিপন চন্দ্র সরকার, সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া চুরি মামলার আসামী ১। মোঃ রাকিব(২২), পিতা-ফরিদ মিয়া, মাতা-বেবি আক্তার, সাং-কৃষ্টপুর বউ বাজার, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে কোতোয়ালী থানাধীন পাটগুদাম ব্রীজ মোড় এলাকা হইতে গ্রেফতার করেন।

এসআই(নিঃ) মাহবুব আলম ফকির, সঙ্গীয় ফোর্সসহ সূত্রঃ-কোতোয়ালী মডেল থানার মামলা নং-৯১, তারিখ ৩১/০১/২০২৫ইং, ধারা ১৪৩/৩৪২/৩২৩/৩৬৫/৩৮৫/৩৮৬/৫০৬(২) পেনাল কোড এর আসামী ১। মোঃ আশিক মিয়া (২৪), পিতামৃত-আঃ গফুর, মাতা-আমেনা খাতুন, সাং-শম্ভুগঞ্জ মাঝিপাড়া (শাহজাহান কমিশনার এর বাড়ীর পাশে), ২। মোঃ ফারুক ইসলাম (৩০), পিতামৃত-হাবীবুর রহমান বাবুল, মাতা-ফরিদা খাতুন, সাং-রঘুরামপুর সবজিপাড়া, উভয় থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদ্বয়ের বিরুদ্ধে বিজ্ঞ কর্তৃক ০১(এক) দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর হওয়ায় আসামীদ্বয়কে পুলিশ হেফাজতে আনিয়া মামলার ঘটনার বিষয়ে ব্যাপক ও নিবিড় ভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে উল্লেখিত হাজতী আসামীদ্বয় মামলার ঘটনার বিষয়ে গুরুত্বপূর্ন কিছু তথ্য প্রদান করে।

ইহাছাড়াও এসআই (নিঃ) মোঃ মাজহারুল ইসলাম, সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ০১টি সিআর সাজা পরোয়ানাভূক্ত আসামীকে গ্রেফতার করেন।

পরোয়ানাভূক্ত আসামীর নাম ও ঠিকানা-

১। মোঃ ইকবাল হোসেন, পিতা-সুরুজ মিয়া, সাং-গোপ্ত, ডাকঘর-শষ্যমালা বাজার, উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ

প্রত্যেক আসামীদের চালান মোতাবেক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে।

পূজা ও বরণ মধ্য দিয়ে শুরু হলো বিজয়া দশমীর আনুষ্ঠানিকতা

সুমন ভট্টাচার্য।। প্রকাশিত: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫, ১১:১৮ পিএম
পূজা ও বরণ মধ্য দিয়ে শুরু হলো বিজয়া দশমীর আনুষ্ঠানিকতা

পূজা ও বরণনের মধ্য দিয়ে শুরু হয়েছে শুভ বিজয়া দশমীর আনুষ্ঠানিকতা। এর মধ্য দিয়েই শেষ হচ্ছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।

সকাল থেকেই বিভিন্ন মন্দিরে চলছে দেবী বিদায়ের প্রস্তুতি। দশমীর এই দিনে ভক্তদের মনে বিষাদের ছায়া—প্রিয় দেবীর বিদায়ের মুহূর্তে তাদের একটাই প্রার্থনা, আগামী বছর যেন মা আরও সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনেন।

ভক্তরা জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এবছর কোনো শঙ্কা ছিল না। সরকারের কঠোর তদারকির ফলে নির্বিঘ্নে উৎসব পালন করতে পেরে তারা কৃতজ্ঞতা জানিয়েছেন।

শাস্ত্রমতে, এবছর দেবী গজে আগমন করে ছিলেন পালকিতে চড়ে মর্ত্যলোক থেকে কৈলাশে ফিরে যাবেন। এর আগে মহাসপ্তমীর দিনে তিনি গজে চড়ে আগমন করেছিলেন।

হিন্দু ধর্মালম্বীদের বিশ্বাস, আশ্বিন বা কার্তিক মাসের শুক্লপক্ষের ষষ্ঠী থেকে দশমী তিথি পর্যন্ত জগজ্জননী উমা দেবী পিতৃগৃহে আগমন করেন। পাঁচ দিনের এই শারদীয় উৎসব আজ বিজয়া দশমীতে শেষ হচ্ছে।

দশমী তিথি থাকবে দিবা ৩টা ২৪ মিনিট পর্যন্ত। গতে দিবা ৯টা ৫৭ মিনিটের মধ্যে দেবী দুর্গার বিজয়া দশমী বিহিত পূজা সমাপনান্তে প্রতিমা বিসর্জন অনুষ্ঠিত হবে। এরপর মন্দির প্রাঙ্গণে অপরাজিতা পূজা, শান্তি ও আশীর্বাদ গ্রহণের মধ্য দিয়ে শেষ হবে এবারের দুর্গোৎসব।

ভক্তদের চোখে আজ আনন্দ ও বেদনার মিশ্র অনুভূতি। কারণ, দেবী দুর্গা যেমন মহাশক্তি—তেমনি বাঙালি ঘরের কন্যা। পিতৃগৃহে কন্যার আগমনের আনন্দ আর বিদায়ের বেদনা—এই দ্বৈত আবেগই যেন মূর্ত হয়ে ওঠে বিজয়া দশমীর বিদায়ের ক্ষণে।

ময়মনসিংহে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় কম্বল জব্দ; গ্রেফতার-১

ইউটিভি ডেস্ক রিপোর্ট।। প্রকাশিত: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫, ৮:৩৯ পিএম
ময়মনসিংহে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় কম্বল জব্দ; গ্রেফতার-১

বৃহস্পতিবার (০২ অক্টোবর) ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানাধীন ৩ নং পুলিশ ফাঁড়ির একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে নগরীর বদরের মোড়ে এস আর পার্সেল লিমিটেডের অফিসে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ কম্বল জব্দ করেছে।

জানা যায়, ফাঁড়ির ইনচার্জ মোঃ আবুল হোসেনের দিকনির্দেশনায় এস আই সোহেল রানার নেতৃত্বে একটি টিম ময়মনসিংহ নগরীর বদরের মোড়ে এস আর পার্সেল লিমিটেড অফিসে অভিযান চালায়। এসময় ভারত থেকে অবৈধভাবে আনা ১০৮ পিস কম্বল জব্দ করা হয়। ঘটনাস্থল থেকে মোহাম্মদ রাকিবুল ইসলাম শান্ত নামের একজনকে আটক করে পুলিশ।

পুলিশ জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। এই ধরনের অবৈধ আমদানি ও পাচার রোধে পুলিশি তৎপরতা অব্যাহত থাকবে।

খাগড়াছড়ির সেই ছাত্রীর শরীরে ধর্ষণের আলামত মেলেনি: সিভিল সার্জন

ইউটিভি ডেস্ক রিপোর্ট।। প্রকাশিত: বুধবার, ১ অক্টোবর, ২০২৫, ১:৩০ এম
খাগড়াছড়ির সেই ছাত্রীর শরীরে ধর্ষণের আলামত মেলেনি: সিভিল সার্জন

খাগড়াছড়ির সেই ছাত্রীর স্বাস্থ্য পরীক্ষায় ধর্ষণের আলামত মেলেনি বলে জানিয়েছেন সিভিল সার্জন ছাবের আহম্মেদ। এ ঘটনায় গঠিত মেডিকেল বোর্ডের প্রতিবেদন আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে তার কাছে জমা হয়। পরে সিভিল সার্জন অফিস থেকে ডাক্তারি পরীক্ষার প্রতিবেদনটি পুলিশ সুপারের কার্যালয়ে পাঠানো হয়। আলামত পরীক্ষার ১০টি সূচকের সবকটিতে স্বাভাবিক লেখা রয়েছে বলে জানান সিভিল সার্জন।

ধর্ষণের আলামত পরীক্ষায় তিন চিকিৎসক দলের নেতৃত্ব দেওয়া খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক জয়া চাকমা বলেন, সবধরনের পরীক্ষা-নিরীক্ষা আমরা করেছি। কিন্তু ধর্ষণের আলামত পাইনি।’

স্ত্রী রোগ বিশেষজ্ঞ জয়া বলেন, আমাদের দলে হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা মোশারফ হোসেন ও নাহিদা আকতার ছিলেন।

জেলা সিভিল সার্জন ছাবের আহম্মেদ বলেন, কিশোরী ধর্ষণের ঘটনায় গঠিত মেডিকেল বোর্ড মঙ্গলবার তাদের প্রতিবেদন দেয়। প্রতিবেদনে দেখা যায়, ধর্ষণের আলামত পাওয়া যায়নি। মামলার তদন্তকারী কর্মকর্তা ও পুলিশ সুপারের কাছে প্রতিবেদন হস্তান্তর করা হয়েছে।

মেডিকেল বোর্ড প্রধানের উদ্ধৃতি দিয়ে সিভিল সার্জন বলেন, ওই ছাত্রীর শরীরে কোনও আঘাতের চিহ্ন ছিল না।

পুলিশ সুপার মোহাম্মদ আরেফিন জুয়েল বলেন, মেডিকেল বোর্ডের প্রতিবেদনের মাধ্যমে বিষয়টি পরিষ্কার হয়ে গেছে, সেই ছাত্রী ধর্ষণের শিকার হয়নি। প্রকৃতপক্ষে ধর্ষণের ঘটনা ঘটেনি। অথচ মিথ্যা একটা অভিযোগ তুলে একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে পার্বত্য অঞ্চলকে অস্থিতিশীল করে তুলেছে। এখন তাদের সেই পরিকল্পনা ভেস্তে গেছে।

গত ২৩ সেপ্টেম্বর রাতে প্রাইভেট পড়ে ফেরার পথে ওই মারমা কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠে। রাত ১১টার দিকে অচেতন অবস্থায় একটি ক্ষেত থেকে তাকে উদ্ধার করেন স্বজনরা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শয়ন শীলকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে ছয় দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।