
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে ইং ১/০২/২০২৫ তারিখ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া মোট ০৬ জন আসামী গ্রেফতার করা হয়।
এসআই (নিঃ) মোঃ সাইফুল ইসলাম, সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া মাদক মামলায় ধৃত আসামী ১। মোঃ বাচ্চু মিয়া @ মোহাম্মদ জুনাইদ ইসলাম (৩৮), ২। মোঃ টিপু সুলতান (২৭), উভয় পিতা-মৃত সুরুজ আলী, মাতা- মোছাঃ আজিদা বেগম, সাং-বিল রাউল, ডাকঘর-কুল্লাপাড়া, ৬নং মাইজবাগ ইউপি, থানা-ঈশ্বরগঞ্জ, জেলা-ময়মনসিংহদ্বয়কে অত্র থানাধীন শম্ভুগঞ্জ চায়না মোড় এলাকা হইতে গ্রেফতার করেন।
এসআই(নিঃ) রিপন চন্দ্র সরকার, সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া চুরি মামলার আসামী ১। মোঃ রাকিব(২২), পিতা-ফরিদ মিয়া, মাতা-বেবি আক্তার, সাং-কৃষ্টপুর বউ বাজার, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে কোতোয়ালী থানাধীন পাটগুদাম ব্রীজ মোড় এলাকা হইতে গ্রেফতার করেন।
এসআই(নিঃ) মাহবুব আলম ফকির, সঙ্গীয় ফোর্সসহ সূত্রঃ-কোতোয়ালী মডেল থানার মামলা নং-৯১, তারিখ ৩১/০১/২০২৫ইং, ধারা ১৪৩/৩৪২/৩২৩/৩৬৫/৩৮৫/৩৮৬/৫০৬(২) পেনাল কোড এর আসামী ১। মোঃ আশিক মিয়া (২৪), পিতামৃত-আঃ গফুর, মাতা-আমেনা খাতুন, সাং-শম্ভুগঞ্জ মাঝিপাড়া (শাহজাহান কমিশনার এর বাড়ীর পাশে), ২। মোঃ ফারুক ইসলাম (৩০), পিতামৃত-হাবীবুর রহমান বাবুল, মাতা-ফরিদা খাতুন, সাং-রঘুরামপুর সবজিপাড়া, উভয় থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদ্বয়ের বিরুদ্ধে বিজ্ঞ কর্তৃক ০১(এক) দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর হওয়ায় আসামীদ্বয়কে পুলিশ হেফাজতে আনিয়া মামলার ঘটনার বিষয়ে ব্যাপক ও নিবিড় ভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে উল্লেখিত হাজতী আসামীদ্বয় মামলার ঘটনার বিষয়ে গুরুত্বপূর্ন কিছু তথ্য প্রদান করে।
ইহাছাড়াও এসআই (নিঃ) মোঃ মাজহারুল ইসলাম, সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ০১টি সিআর সাজা পরোয়ানাভূক্ত আসামীকে গ্রেফতার করেন।
পরোয়ানাভূক্ত আসামীর নাম ও ঠিকানা-
১। মোঃ ইকবাল হোসেন, পিতা-সুরুজ মিয়া, সাং-গোপ্ত, ডাকঘর-শষ্যমালা বাজার, উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ
প্রত্যেক আসামীদের চালান মোতাবেক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে।