পিপলস ওরিয়েন্টড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি) জয়েন্ট এ্যাকশন গ্র্যান্ট প্রজেক্ট এর আয়োজনে
বাল্যবিবাহ নিরসনে কমিউনিটি পর্যায়ে কর্মশালা অনুষ্ঠিত হয়
পিপলস ওরিয়েন্টড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি) জয়েন্ট এ্যাকশন গ্র্যান্ট প্রজেক্ট এর আয়োজনে ২৬শে জানুয়ারি রবিবার সকালে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমান স্কুল এন্ড কলেজের হল রুমে বাল্যবিবাহ নিরসনে সম্মিলিত উদ্যোগ: কারণ ও করণীয় কমিউনিটি পর্যায়ে কর্মশালা অনুষ্ঠিত হয়।
এ কর্মশালায় শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিকবৃন্দ ও সুশীল সমাজের লোকজন অংশ গ্রহণ করেন।
বাল্য বিবাহ একটি গভীর সমস্যা। এটি কেবল শিশুদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যেই ক্ষতি করে না, বরং তাদের শিক্ষা ও ভবিষ্যৎ সম্ভাবনাকে বাধাগ্রস্ত করে। বাল্য বিবাহের ফলে শিশুদের জীবনের উন্নতি আটকে যায় এবং তারা অধিকতর নির্যাতনের শিকার হয়।

এই সমস্যাগুলোর সমাধান সম্ভব, যদি আমরা সবাই সচেতন হয়ে এগিয়ে আসি। পরিবার, সমাজ এবং রাষ্ট্রের সম্মিলিত প্রচেষ্টায় বাল্য বিবাহ রোধ করা সম্ভব। শিক্ষার বিস্তার, প্রচারণা, উপযুক্ত আইন এবং সমর্থনমূলক পরিবেশ সৃষ্টি করলে আমরা আমাদের সমাজে এই দুটি সমস্যা দূর করতে সক্ষম হবো।
প্রতিটি শিশুর অধিকার রক্ষার জন্য আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে, যাতে ভবিষ্যতে নারী নির্যাতন ও বাল্য বিবাহের মতো ভয়াবহ সমস্যা সমাজে না থাকে।










