ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে হত্যা মামলার আসামিসহ গ্রেফতার-০৭

গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া মোট ০৭ জন আসামী গ্রেফতার করা হয়।
এসআই (নিঃ) মতিউর রহমান সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া হত্যা মামলার এজাহারনামীয় আসামী মোঃ আব্দুল মালেক (৫০), পিতা-মৃত তোতাব আলী, মাতা-ছাফরজান, সাং-উইনারপাড়,থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করতঃ এলাকা হইতে গ্রেফতার করেন।
এসআই (নিঃ) ওমর ফারুক রাজু সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া পেশাধার চোর মোঃ হাফিজুল ইসলাম (৩৩), পিতা- মোঃ নুরুল ইসলাম, মাতা-হাফিজা বেগম , সাং- নয়নগর, থানা- মেলান্দহ, জেলা- জামালপুর, এ/পি- আকুয়া হাবুল বেপারীর মোড়, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদ্বয়কে আকুয়া এলাকা হইতে গ্রেফতার করেন।
এসআই (নিঃ) জাহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া পেশাধার চোর আল আমিন (২২), পিতা-মোঃ হানিফ মিয়া, মাতা-পারভীন বেগম, সাং-গাঙ্গিনারপাড় শিববাড়ী, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে পাটগুদাম এলাকা হইতে গ্রেফতার করেন।
এসআই (নিঃ) মোজাম্মেল হক সঙ্গীয় ফোর্স থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী মোঃ নাবিল হোসেন (১৮), পিতা- নুরুল ইসলাম, মাতা- নাসিহা খাতুন, সাং- চন্দরা থানা- ফুলপুর জেলা- ময়মনসিংহ, এপি- কাদির মাস্টার এর বাড়ী চৌরাঙ্গীমোড় এতিমখানার গলি, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে থানা এলাকা হইতে গ্রেফতার করেন।
ইহাছাড়াও এসআই (নিঃ) মাসুদ জামালী, মাহবুব আলী ফকির, এএসআই রাসেল ইয়ার খান, থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করিয়া ০৩টি পরোয়ানা ভুক্ত আসামী গ্রেফতার করেন।
পরোয়ানাভূক্ত আসামীর নাম ও ঠিকানা
১। মোঃ সাইদুল (৩৩), পিতা-মোঃ জংসী, সাং-কাসর, দুদু কমিশনারের বাড়ীর দক্ষিণ পাশে, থানা-কোতোয়ালী মডেল, জেলা–ময়মনসিংহ
২। মোঃ টিটু খান, পিতা-মোঃ মোবারক হোসেন খান, সাং: আকুয়া মাদ্রাসা কোয়াটার, থানা- কোতোয়ালী মডেল, জেলা-ময়মনসিংহ
সাজা পরোয়ানাভূক্ত আসামীর নাম ও ঠিকানা-
১। মোঃ সোহানুর রহমান ওরফে সোহান, পিতা-সালাহউদ্দিন ভূলু খান, গ্রাম- বলাশপুর মুক্তিযোদ্ধা আবাসন পল্লী, থানা-কোতোয়ালী মডেল, জেলা-ময়মনসিংহ।
প্রত্যেক আসামীদের চালান মোতাবেক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে।