গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া মোট ১৩ জন আসামী গ্রেফতার করা হয়।
এসআই (নিঃ) রিপন চন্দ্র সরকার সঙ্গীয় ফোর্স থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১। মোঃ শুক্কুর (৩০), পিতা মৃত-নিজাম উদ্দিন, মাতা-মোছাঃ রহিমা খাতুন, সাং-কৃষ্টপুর প্রাইমারী স্কুল, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ কে কোতোয়ালী মডেল থানাধীন কৃষ্টপুর এলাকা হইতে গ্রেফতার করেন ।
এসআই (নিঃ) মোজাম্মেল হক সঙ্গীয় ফোর্স থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১। তোফায়েল হোসেন রাব্বি (২৯), ছাত্রলীগের সক্রিয় সদস্য, পিতা-মোঃ মোয়াজ্জেম হোসেন, মাতা-রেবেকা সুলতানা, সাং-কেরাদিঘী, থানা-কেন্দুয়া, জেলা-নেত্রকোণা, এ/পি সাং-নতুন সায়েম ডায়াগোনস্টিক সেন্টারের পিছনে, পেয়ারা বেগমের বাসা, চরপাড়া, থানা-কোতোয়ালী, জেলা- ময়মনসিংহকে কোতোয়ালী মডেল থানাধীন চরপাড়া এলাকা হইতে গ্রেফতার করেন।
এসআই (নিঃ) মোঃ জসীম উদ্দিন সঙ্গীয় ফোর্স থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১। মোঃ সুমন মিয়া (৩৫), পিতা-মহির উদ্দিন, সাং-মুন্সীপুর, থানা-দামুড় হুদা, জেলা-চুয়াডাঙ্গা, এপি/সাং-শম্ভুগঞ্জ (রেলস্টেশনের সাথে জনৈক আলম চৌধুরীর বাড়ীর ভাড়াটিয়া), থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ, ২। মোঃ তরিকুল ইসলাম (২৫), পিতা-আব্দুল মান্নান ওরফে মফিজ উদ্দিন, ৩। মোঃ সুলতান (২২), পিতা-জসিম উদ্দিন, ৪। দিগন্ত (২৪), পিতা-শামসুল হক, সর্ব সাং-নলুয়া পাড়া, ৩৩নং ওয়ার্ড, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদেরকে কোতোয়ালী মডেল থানাধীন শম্ভুগঞ্জ এলাকা হইতে গ্রেফতার করেন।
এসআই (নিঃ) মোঃ খলিলুর রহমান সঙ্গীয় ফোর্স থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১. মোঃ মোহন মিয়া (৩২), পিতা-মৃত রোস্তম আলী, মাতা-আনোয়ারা বেগম , ঠিকানা: স্থায়ী: (নওমহল সরকার বাড়ী (ইমরানের বাসার ভাড়াটিয়া)) , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ: ২. রিফাত মিয়া (২৫), পিতা-মামুন মিয়া, মাতা-জেসমিন আক্তার , ঠিকানা: স্থায়ী: (আকুয়া হাজীবাড়ী (লাল মিয়ার বাড়ী)) , ৩। মোঃ রোমান (৩৮), আওয়ামীলীগের সমর্থক, পিতা-মোঃ রফিকুল ইসলাম, মাতা-মোছাঃ হুসনা বেগম, সাং-কেওয়াটখালী সেলিমের মোড়, ওয়ার্ড নং-২০, সর্ব উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহদেরকে কোতোয়ালী মডেল থানাধীন আকুয়া মোড়লবাড়ী এলাকা হইতে গ্রেফতার করেন।
ইহাছাড়ও এএসআই মাহমুদুল হাসান, এএসআই রাকিবুল আলম, এএসআই শেখ হাবিবুর রহমান, এএসআই আহসান হাবিব ফকির থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করিয়া ০৪টি পরোয়ানা গ্রেফতার করেন।
পরোয়ানাভূক্ত আসামীর নাম ও ঠিকানা-
১। জয়নাল আবেদীন , পিতা-মৃত: আবুল হোসেন, স্থায়ী : গ্রাম- চর হাসাদিয়া , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ
২। শফুল মিয়া , পিতা-মৃত: আব্দুল কুদ্দুছ, স্থায়ী : গ্রাম- চর হাসাদিয়া , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ
৩। মোঃ আবু রায়হান , পিতা-মোঃ শহিদুল ইসলাম, স্থায়ী : গ্রাম- মাসকান্দা (গণসার মোড় (মাসকান্দা) , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ
৪। মোঃ নূর আমিন , পিতা-মোঃ মালেক মিয়া, স্থায়ী: গ্রাম- সুহিলা (চরপাড়া) , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ,
প্রত্যেক আসামীদের চালান মোতাবেক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে।