ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে গ্রেফতার ০৬ জন
গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া মোট ০৬ জন আসামী গ্রেফতার করা হয়।
এসআই (নিঃ) খলিলুর রহমান সঙ্গীয় ফোর্স থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া মাদক মামলার আসামী ১। মোঃ আলাউদ্দিন ওরফে আলা (৬৪), পিতামৃত-মহর আলী, মাতামৃত-কিতাব জান, সাং-উজান ঘাগড়া কসাইবাড়ী, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে কোতোয়ালী মডেল থানাধীন আকুয়া এলাকা হইতে গ্রেফতার করেন এবং তাহার নিকট হইত ৫০০ গ্রাম উদ্ধার করেন।
এসআই (নিঃ) মোজাম্মেল হক সঙ্গীয় ফোর্স থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১। মোঃ আরিফুজ্জামান রানা (৪৫), সাবেক সাংস্কৃতিকলীগের সভাপতি, পিতা-মৃত সাদিক আলী, মাতা-রানী বেগম, সাং-২৬/ব্রাহ্মপল্লী, থানা-কোতোয়ালী, জেলা- ময়মনসিংহকে কোতোয়ালী মডেল থানাধীন গাঙ্গীনারপাড় এলাকা হইতে গ্রেফতার করেন।
ইহাছাড়ও এসআই (নিঃ) আব্দুল হক, এএসআই (নিঃ) রাসেল ইয়ার খান, কামরুল হাসান, নাজমুল হক থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করিয়া ০৪টি পরোয়ানা গ্রেফতার করেন।
পরোয়ানাভূক্ত আসামীর নাম ও ঠিকানা-
১। মোঃ আবু সাঈদ (৩১), পিতা-দেলোয়ার হোসেন, স্থায়ী : গ্রাম- মাসকান্দা গনশার মোড়। , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা –ময়মনসিংহ
২। নীলুফা , পিতা-স্বামী: সাজু, স্থায়ী : (সাং: আকুয়া চৌরাঙ্গী মোড়) , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ
৩। মোঃ সোহেল মিয়া, পিতা-মৃত: সিরাজুল ইসলাম, স্থায়ী : গ্রাম- চর কালীবাড়ী, উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা–ময়মনসিংহ
৪। খোকন আচার্য্য, পিতা-বিজয় আচার্য্য, স্থায়ী: গ্রাম- বড় বাজার , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ,
প্রত্যেক আসামীদের চালান মোতাবেক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে।