ময়মনসিংহে বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মীর ওপর হামলা, গ্রেপ্তার ১
ময়মনসিংহের মুক্তাগাছায় বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মী মো. মামুনুর রহমান ওরফে আল মামুন (২১)ওপর হামলা করা হয়েছে। তাঁকে উদ্ধার করে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আন্দোলনকর্মীর মাথায় ৯টি সেলাই দেওয়া হয়েছে।
এ ঘটনায় রোববার রাতেই পুলিশ এক অভিযুক্ত রাকিবুল ইসলাম (২৪)কে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আজ সোমবার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
জানা যায়, আহত আন্দোলনকারী মো. মামুনুর রহমান জেলার মুক্তাগাছা উপজেলা ঘোগা ইউনিয়নের হতরপাড়া গ্রামের মৃত আন্নেছ আলীর ছেলে। বৈষম্যবিরোধী আন্দোলনে তিনি ঢাকার আশুলিয়া এলাকায় গুলিবিদ্ধ হয়েছিলেন। তিনি বিদ্যাগঞ্জ বিএম টেকনিক্যাল কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষা দেবেন। রোববার রাত ৯ টার দিকে হতরপাড়া এলাকায় মামুনুর রহমান হামলার শিকার হন।
তাকে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে গেলে স্থানীয় লোকজন উদ্ধার করে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এ ঘটনায় তার বড় ভাই মো. আল আমিন বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন।