ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে গ্রেফতার ০৭জন
গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া মোট ০৭ জন আসামী গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ) কুমোদলাল দাস কোতোয়ালী মডেল থানা ময়মনসিংহ সংগীয় অফিসার ও ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া দস্যুতার চেষ্টা মামলার আসামী ১। মোঃ জাহাঙ্গীর আলম (২২) পিতা- আইন উদ্দিন, সাং- বাতিকুড়া, থানা-ফুলপুর, এ/পি- শম্ভুগঞ্জ চামড়া বাজার (পারভেজ মিয়ার বাসার ভাড়াট্য়িা) , থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে শম্ভুগঞ্জ চামড়া বাজার এলাকা হইতে গ্রেফতার করা হয় এবং তাহার নিকট হইতে ০২ টি চুরি ও মোবাইল উদ্ধার করা হয়।
এসআই(নিঃ) সাইফুল ইসলাম কোতোয়ালী মডেল থানা ময়মনসিংহ সংগীয় অফিসার ও ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া মাদক মামলার আসামী ১। রাহুল আহম্মেদ (২১), পিতা-নুরুল ইসলাম, মাতা-রঞ্জিনা বেগম, সাং-পাটগুদাম মদের ডিপো, ২। পাভেল আহম্মেদ পারভেজ (২৫), পিতা-আশরাফ, মাতা-রেখা বেগম, সাং-পাগুদাম ব্রীজ আটানী পুকুরপাড়, ৩। সাকিব আহম্মেদ শান্ত (২৬), পিতামৃত-মুসা, মাতা-আলেয়া বেগম, সাং-মদের ডিপো পাটগুদাম এবং ৪। মোঃ আলমগীর হোসেন (৩৬), পিতামৃত-শামসুল আলম, মাতা-আঞ্জুআরা বেগম, সাং-কেওয়াটখালী পশ্চিম পাড়া, সর্ব থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদেরকে পাটগুদাম ব্রীজ মোড় এলাকা হইতে গ্রেফতার করা হয় এবং তাহাদের নিকট হইতে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ইহাছাড়াও এএসআই (নিঃ) ফারহাদ উদ্দিন থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ০২ পরোয়ানা তামিল করেন।
পরোয়ানা ভূক্ত আসামীর নাম ঠিকানা-
১। মোঃ খাইরুল ইসলাম, পিতা: শাহা মিয়া, স্থায়ী সাং: কাশর বউ বাজার, থানা: কোতোয়ালী মডেল, জেলা: ময়মনসিংহ,
২। মোঃ খাইরুল ইসলাম, পিতা: শাহা মিয়া, স্থায়ী সাং: কাশর বউ বাজার, থানা: কোতোয়ালী মডেল, জেলা: ময়মনসিংহ,
প্রত্যেক আসামীদের চালান মোতাবেক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে।









