ময়মনসিংহ কোতোয়ালি পুলিশের অভিযানে ডাকাত দলের সদস্যসহ গ্রেফতার-৮
কোতোয়ালী মডেল থানা পুলিশ ময়মনসিংহ মহানগর ও সদর উপজেলা এলাকায় নিয়মিত অভিযানে গেলো ২৪ ঘন্টায় পৃথক অপরাধের দায়ে ৮ জনকে গ্রেফতার করেছে।
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা সুত্র জানান, গেলো ২৪ ঘন্টায় কোতোয়ালী মডেল থানা পুলিশ নগরী ও সদর উপজেলা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেফতার করা হয়।
জানা যায়, এসআই আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান চালিয়ে ডাকাতি মামলার আসামী ১/ ইব্রাহিম খলিল (৪৮) পিতামৃত-দেলোয়ার হোসেন, গ্রাম:-ধনার চর মধ্যপাড়া, থানা- রৌমারী, জেলা-কুড়িগ্রাম (এপি/সাং-গোহা্ইল টেক রাকু মিয়ার বাসার ভাড়াটিয়া, থানা-দক্ষিন খান, জেলা-ডিএমপি ঢাকা), ২/ মোঃ হামিদ ফকির (২৭), পিতা-হযরত আলী, গ্রাম:- ডিগ্রীরচর, থানা-ইসলামপুর, জেলা-জামালপুর (এপি/সাং-টিএন্ডটি আনোয়ার কোম্পানীর মেস কোয়াটার, থানা-টঙ্গী, জেলা-জিএমপি গাজীপুর), ৩/ মোঃ ইন্তাজ আলী (৩৮), পিতামৃত-সুবুর আলী, গ্রাম:- ডিগ্রীরচর, থানা-ইসলামপুর, জেলা-জামালপুর (এপি/সাং-দক্ষিন বাঘাপুর জনৈক আলী আকবর এর বাসার ভাড়াটিয়া, থানা-দক্ষিন কেরানীগঞ্জ, জেলা-ঢাকা) কে গ্রেফতার করেন। এবং তাদের কাছ থেকে ৬টি মোবাইল ও নগদ ৪১,৫০০ টাকা সহ ডাকাতির মাধ্যমে লুন্ঠিত মালামাল উদ্ধার করা হয়।

এসআই সোহেল রানা সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলার আসামী ১/ মোঃ রনি মিয়া (২৭), পিতা- রফিকুল ইসলাম রফিক, গ্রাম: সেনবাড়ী, ২/ মোঃ বাবু মিয়া (২৯), পিতা- মোহাম্মদ আলী সেলিম, গ্রাম: আকুয়া দক্ষিনপাড়া, একাডেমী রোড, উভয় থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করেন। এবং তাহাদের নিকট হইতে ৬০ পিস ইনজেকশন উদ্ধার করা হয়।
এসআই আমিরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে অন্যান্য মামলার আসামী প্রিতম সাহা (২৪), পিতা-পার্থ সাহা, থানা: শেরপুর সদর, জেলা: শেরপুরকে গ্রেফতার করেন।
এএসআই আবু সায়েম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে অন্যান্য মামলার আসামী ১/ মোঃ জিহাদ সিকদার (১৮), পিতা-মোঃ আমিন সিকদার , গ্রাম: আকুয়া জুবলী কোয়াটার, থানা: কোতোয়ালী মডেল থানা, জেলা: ময়মনসিংহ, ২/ মোঃ অপু (১৮), পিতা-মোঃ লাভলু , আকুয়া জুবলী কোয়াটার, থানা: কোতোয়ালী মডেল থানা, জেলা: ময়মনসিংহকে গ্রেফতার করেন।
কোতোয়ালি মডেল থানার অফিসার ইন-চার্জ মোঃ শফিকুল ইসলাম খান সত্যতা নিশ্চিত করে জানান, কোতোয়ালি মডেল থানার সকল অফিসার ও ফোর্স নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখা এবং সাধারন মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান জোরদার করেছি।
গ্রেফতারকৃত সকল আসামীকে আইনিপ্রক্রিয়া মোতাবেক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।








