ময়মনসিংহ কোতোয়ালী পুলিশের অভিযানে স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার-১৪

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে ইং- ০৯ /০৫/২০২৫ তারিখ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া মোট ১৪ জন আসামী গ্রেফতার করা হয়। একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: শফিকুল ইসলাম খান।
পুলিশ পরিদর্শক (নিঃ) জনাব কমর উদ্দিন, সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান মামলার আসামী ১। আসাদুজ্জামান জামাল (৪৯), (সাবেক কমিশনার, ৩১নং ওয়ার্ড), পিতা-মৃত শমসের আলী, সাং-চর ঈশ্বরদিয়া টানপাড়া ২। শ্রী শান্ত চৌহান (৩৯), (মহানগর সেচ্ছাসেবকলীগের সদস্য), পিতা-শ্রী রাম প্রসাদ চৌহান, মাতা-শ্রী শান্তি রানী চৌহান, সাং-বাসা নং-২২/ক কাচিঝুলি ইটাখোলা রোড, উভয় থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদ্বয়কে অত্র থানা এলাকা হইতে গ্রেফতার করেন।
এসআই(নিঃ) মোঃ মোজাম্মেল হোসেন সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান মামলার আসামী ১। মোঃ মেহেদী হাসান(২৫),(ছাত্রলীগের সদস্য), পিতা-মৃত মজিবর রহমান, মাতা-হাছনা বেগম, সাং-বয়ড়া বটতলা বাজার, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে অত্র থানা এলাকা হইতে গ্রেফতার করেন।
এসআই(নিঃ) মোঃ আব্দুল হক সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান মামলার আসামী ১। মোঃ কামরুজ্জামান রায়হান(২৮), পিতা- মোঃ আঃ মান্নান, মাতা- রৌশনারা বেগম, সাং- এল/৭২/এ, কেওয়াটখালী রেলওয়ে কলোনী, ওয়ার্ড নং-২০,থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে অত্র থানা এলাকা হইতে গ্রেফতার করেন।
এসআই(নিঃ) শামীমা হাসান সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ছাগল চুরি মামলার আসামী ১। রাহিমা আক্তার(২১), পিতা-নেওয়াজ আলী, মাতা-বেদেনা খাতুন, সাং-মাসকান্দা গুরুস্থান রোড, ১৫নং ওয়ার্ড, থানা-কোতোয়ালী, ২। রিতু আক্তার ওরফে মিতু (১৯), পিতা-সমর আলী, মাতা-শাহিনা খাতুন, সাং-সাতাইশা, থানা-মুক্তাগাছা, উভয় জেলা-ময়মনসিংহদ্বয়কে অত্র থানা এলাকা হইতে গ্রেফতার করেন।
এসআই(নিঃ) আশিকুর রহমান তুহিন সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া মাদক মামলার আসামী ১। মোঃ শাহজাহান (৩৫), পিতা-মৃত মোঃ সিদ্দিক, মাতা-জরিনা খাতুন, সাং-আকুয়া নাজির বাড়ি মসজিদ সংলগ্ন, খানা-কোতোয়ালী মডেল, জেলা-ময়মনসিংহকে অত্র থানা এলাকা হইতে গ্রেফতার করে এবং আসামীর নিকট হইতে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।
এসআই(নিঃ) আল আমীন সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া মাদক মামলার আসামী ১। শ্রী পল্লব(২০), পিতা-গনেন্দ্র, সাং-আকুয়া খালপাড়, এ/পি-খাগডহর গলগন্ডা (জুয়েল মিস্ত্রীর বাড়ীর ভাড়াটিয়া), ২। মোঃ রাজিব (২৫), পিতা-তুরাব আলী, সাং-খাগডহর নিজকল্পা (বাঘমারা পুল সংলগ্ন), উভয় থানা-কোতোয়ালী, ৩। মোঃ রিজন (২২),(রেলওয়ে মাস্টার হাবিবের নাতি), পিতা-কাউসার, সাং-ধানীখোলা, থানা-ত্রিশাল, এ/পি-খাগডহর রেলস্টেশন সংলগ্ন, থানা-কোতোয়ালী, সর্ব জেলা-ময়মনসিংহদেরকে অত্র থানা এলাকা হইতে গ্রেফতার করে এবং আসামীদের নিকট হইতে ২১ পিস ইয়াবা ট্যাবলেট ও ০১ গ্রাম হেরোইন উদ্ধার করেন।
এসআই(নিঃ) কুমোদলাল দাস সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান মামলার আসামী ১। মোঃ শহিদুল ইসলাম (৪৫), পিতা মৃত-জয়নাল আবেদীন, সাং-চর জেলখানা মড়লের চর, থানা-কোতোয়ালী, জেলা- ময়মনসিংহকে অত্র থানা এলাকা হইতে গ্রেফতার করেন।
ইহাছাড়াও এসআই মাসুদ জামালী, এএসআই ওমর ফারুক, এএসআই আব্দুল আলী, সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ০৩টি গ্রেফতারী পরোয়ানা ভূক্ত আসামীদের গ্রেফতার করেন।
পরোয়ানা ভূক্ত আসামীর নাম ও ঠিকানা-
১। সাধন চন্দ্র পাল (৫৮), পিতা-বিষ্ট কুমার পাল, স্থায়ী : গ্রাম- বলাশপুর, উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ
২। মোঃ ফয়সাল মিয়া, পিতা-মৃত ফয়েজ উদ্দিন, সাং-চর ঈশ্বরদিয়া শিমুলতলী মোড়, উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ
৩। রবিন (), আঃ হালিম, সাং-সানকিপাড়া, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ।
প্রত্যেক আসামীদের চালান মোতাবেক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে।