ময়মনসিংহে ধর্ম অবমাননার আসামীর হাতে পতাকা, ৫ পুলিশ সদস্য প্রত্যাহার!
ময়মনসিংহ আদালতে নেওয়ার সময় পুলিশ হেফাজতে থাকা ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা গ্রেপ্তারকৃত আসামী শামীম আশরাফ এর হাতে ফিলিস্তিনি পতাকা উড়ানোর ঘটনায় ৫ পুলিশ ক্লোজ করা হয়েছে।
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার এস আই আলামিন সহ চার কনস্টেবলকে দায়িত্বে অবহেলায় প্রশাসনিক কারণে পুলিশ লাইন্স ময়মনসিংহে ক্লোজ করা হয়েছে। কনস্টেবল চার জনের নাম যথাক্রমে আলাল উদ্দিন, শাহিন, কাজী আবলুসুর রহমান ও জাহাঙ্গীর আলম।
মঙ্গলবার (৭ অক্টোবর) ময়মনসিংহ জেলা পুলিশ সুপার কাজী আখতারুল আলম এর নির্দেশে উক্ত সদস্যদের পুলিশ লাইন্স ময়মনসিংহে সংযুক্তি করা হয়।
সূত্র জানায়, ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে গ্রেফতারকৃত কবি শামীম আশরাফকে থানা থেকে আদালতে নেওয়ার সময় আদালত প্রাঙ্গণে ফিলিস্তিনের পতাকা উড়াতে দেখা যায়। এনিয়ে আদালত প্রাঙ্গণে প্রত্যক্ষদর্শীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
পুলিশের উপস্থিতিতে আসামী ফিলিস্তিনের পতাকা উড়ানো দায়িত্বরত পুলিশ সদস্যদের দায়িত্ব ও কর্তব্যের অবহেলা প্রতীয়মান হয়।
পুলিশ সদস্যদের পুলিশ লাইন্সে সংযুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ জেলা পুলিশ সুপার কাজী আখতারুল আলম।












