ময়মনসিংহ কোতোয়ালী পুলিশের অভিযানে অন্যান্য ও পরোয়ানাভুক্ত আসামীসহ গ্রেফতার-৮

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে ইং- ০৫ /০৫/২০২৫ তারিখ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া মোট ০৮ জন আসামী গ্রেফতার করা হয়। একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: শফিকুল ইসলাম খান।
পুলিশ পরিদর্শক (নিঃ) জনাব, কমর উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ১। মোঃ আলমগীর হোসেন (আওয়ামী লীগ সমর্থক)(৪৩), পিতা-মৃত ছমেদ আলী ফকির, মাতা-মোছাঃ সাহেরা খাতুন , ঠিকানা: স্থায়ী: (দুলদুল ক্যাম্প, পাটগুদাম, ১৯নং ওয়ার্ড, সিটি কর্পোরেশন) , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা-ময়মনসিংহকে অত্র থানা এলাকা হইতে গ্রেফতার করেন।
এসআই(নিঃ) মোঃ মোজাম্মেল হোসেন সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী মুস্তাফিজুর রহমান আনোয়ার (সভাপতি ১১নং ঘাগড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ) (৩৮), পিতা- মৃত নুরুল ইসলাম, মাতা-জাহানারা খাতুন, সাং- সোহিলা মধ্যপাড়া, ৯নং ওয়ার্ড কোতোয়ালি ময়মনসিংহ কে অত্র থানা এলাকা হইতে গ্রেফতার করেন।
এসআই (নিঃ) মোঃ গোলাম রব্বানী সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১। মোঃ রুমান ওরফে পঁচা (২৫), পিতা- মোঃ সেলিম মিয়া ওরফে বুঈদ্দা, মাতা- সাহেদা খাতুন, স্থায়ী : (চরপাড়া নয়াপাড়া (পুরাতন পপুলারের পিছনে) , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ কে অত্র থানা এলাকা হইতে গ্রেফতার করেন।
ইহাছাড়াও এসআই সজীব কোচ খায়রুল ইসলাম, এসআই গোলাম রব্বানী, এসআই মোজাম্মেল হোসেন, এএসআই আব্দুল খালেক, এএসআই সুকান্ত দেবনাথ, এএসআই কামরুল হাসান সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ০৫টি গ্রেফতারী পরোয়ানা ভূক্ত আসামীদের গ্রেফতার করেন।
পরোয়ানা ভূক্ত আসামীর নাম ও ঠিকানা-
১। মোঃ হামিদুর রহমান, মৃতঃ চান মিয়া, সাং-মধুপুর, বর্তমানে আকুয়া চৌরাঙ্গীর মোড়, উপজেলা/থানা- ময়মনসিংহ সদর, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ
২। আব্দুল করিম (৫০), পিতা- জহিরুল হক, স্থায়ী: গ্রাম- ভাটি কাশর, উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ
৩। মোঃ জহিরুল হক (৫৭), পিতা-মৃত সাহেদ আলী মুন্সী, স্থায়ী: গ্রাম- ভাটি কাশর, উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ
৪। আঃ খালেক (), পিতা-আলীম উদ্দিন, স্থায়ী: গ্রাম- মাদল, উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ
৫। জাহিদ হাসান জয় (৩৫), পিতা-জহিরুল হক, স্থায়ী: গ্রাম- ভাটি কাশর, উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ
প্রত্যেক আসামীদের চালান মোতাবেক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে।