ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে ইং- ১৪/০৪/২০২৫ তারিখ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া মোট ১১ জন আসামী গ্রেফতার করা হয়।
এসআই (নিঃ) মোঃ খোরশেদ আলম সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া মাদক মামলার আসামী ১। ফারজানা আক্তার (২৫), পিতা-মোঃ মুছা, মাতা-মোছাঃ ফাতেমা বেগম, সাং-নাটকঘরলেন, এপি/সাং-নির্মলাবাস পুরোহিতপাড়া রোড (জনৈক কবির এর বাসার ভাড়াটিয়া), ২। তুষার (১৮), পিতা-হেলাল উদ্দিন, মাতা-তাসলিমা বেগম, গ্রাম-৫৫/বি পুরোহিত পাড়া, উভয় থানা-কোতোয়ালী মডেল, জেলা-ময়মনসিংহদ্বয়কে অত্র থানা এলাকা হইতে গ্রেফতার করে এবং আসামীদ্বয়ের নিকট হইতে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।
এসআই (নিঃ) মোঃ মাহবুব আলম ফকির সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া মাদক মামলার আসামী ১। মোঃ মেহেদী হাসান তানভীর (২১), পিতা-আব্দুল আওয়াল নোমান, সাং-কেওয়াটখালী, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে অত্র থানা এলাকা হইতে গ্রেফতার করে এবং আসামীর নিকট হইতে ২৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।
এসআই (নিঃ) বিশ্বজিত সূত্রধর সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অপহরন মামলার আসামী ১। সুব্রত সরকার (৪২), পিতা-সুরেন্দ্র সরকার, মাতা-প্রতিমা রানী সরকার, সাং-হাপানিয়া, থানা-হালুয়াঘাট, জেলা-ময়মনসিংহকে অত্র থানা এলাকা হইতে গ্রেফতার করেন ।
এসআই (নিঃ) রিপন চন্দ্র সরকার সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া মাদক মামলার আসামী ১। আমিরুল ইসলাম (৫০), পিতামৃত-নুরু ফকির, ২। মাসুদ রানা (৪২), পিতা-লাল মিয়া, উভয় সাং-টান হাসাদিয়া, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদ্বয়কে অত্র থানা এলাকা হইতে গ্রেফতার করে এবং আসামীদ্বয়ের নিকট হইতে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করেন।
এসআই (নিঃ) মোঃ আন্নান উল আলম সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান মামলার আসামী ১। মোঃ বাবু মিয়া(২৯), পিতা-মৃত মোহাম্মদ আলী সেলিম, মাতা-মোছাঃ রাশেদা বেগম, সাং-আকুয়া দক্ষিণপাড়া, থানা-কোতোয়ালী, ২। কবির হাসান রতন (২৪), পিতা-মোঃ হোসেন আলী, মাতা-মোছাঃ আমেনা বেগম, সাং-মরিচারচর গাঙ্গিনারপাড়, থানা-ঈশ্বরগঞ্জ, উভয় জেলা-ময়মনসিংহদ্বয়কে অত্র থানা এলাকা হইতে গ্রেফতার করেন ।
এসআই (নিঃ) মোঃ মতিউর রহমান সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া পর্নোগ্রাফি আইনের মামলার আসামী ১। খইরুল এনাম (২৮), পিতা- মোঃ মোক্তাজুল, মাতা- খালেদা বেগম, সাং- দেবীপুর, খোসবাজার এস ডি কামিল মাদ্রাসা সংলগ্ন, থানা- ভূল্লী, জেলা- ঠাকুরগাঁওকে ঠাকুরগাঁও জেলার দেবীপুর এলাকা হইতে গ্রেফতার করেন ।
এসআই (নিঃ) মোঃ সোহেল রানা সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১। মোঃ প্রান্ত (২৫), পিতা মৃত-পান্নু মিয়া, মাতা-আছমা খাতুন, সাং-আকুয়া ভাঙ্গাপুল, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে অত্র থানা এলাকা হইতে গ্রেফতার করেন ।
ইহাছাড়াও এসআই (নিঃ) মাসুদ জামালী সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করিয়া ০১ টি পরোয়ানা ভূক্ত আসামীদের গ্রেফতার করেন।
পরোয়ানা ভূক্ত আসামীদের নাম ও ঠিকানা-
১। পাপ্পু (২৮), পিতা-হাশেম, স্থায়ী : গ্রাম- জেলখানার চর (জেলখানার চর বেড়িবাঁধ) , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ
প্রত্যেক আসামীদের চালান মোতাবেক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে।