সোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ১ বৈশাখ ১৪৩২
সোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ১ বৈশাখ ১৪৩২

সরানো হলো ডিবি প্রধানকে

ইউটিভি ডেস্ক রিপোর্ট।। প্রকাশিত: রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫, ৪:০৯ পিএম
সরানো হলো ডিবি প্রধানকে

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান রেজাউল করিম মল্লিককে সরিয়ে দেওয়া হয়েছে। ডিবি থেকে তাকে সরিয়ে পুলিশ সদরদপ্তরে সংযুক্ত করা হয়েছে।

রোববার (১৩ এপ্রিল) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে, গত বছরের ৫ আগস্টের পর প্রায় এক মাস ফাঁকা ছিল ডিএমপির ডিবিপ্রধানের চেয়ার। এরপর ১ সেপ্টেম্বর তৎকালীন ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে রেজাউল করিম মল্লিককে ডিবিপ্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

১৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা রেজাউল করিম মল্লিক ১৯৯৮ সালে বাংলাদেশ পুলিশে যোগ দেন। এর আগে তিনি বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগসহ (সিআইডি) বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন করেন।

ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা সহ মাদক সমাজ্ঞী সুরাইয়া আটক

ইউটিভি ডেস্ক রিপোর্ট।। প্রকাশিত: সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ১১:১৮ পিএম
ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা সহ মাদক সমাজ্ঞী সুরাইয়া আটক

ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অদ্য ১৪/০৪/২০২৫ ইং তারিখ রোজ সোমবার বিকাল ৬ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর একটি চৌকস টিম উপ পরিচালক মোঃ আনোয়ার হোসেন এর নেতৃত্বে কোতোয়ালী মডেল থানাধীন চরনিলক্ষিয়া দিঘলাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ৪৮০০ পিট ইয়াবাসহ সুরাইয়াকে আটক করা হয়।

আটককৃত মোছা: সুরাইয়া আক্তার দীর্ঘদিন যাবত একালায় মাদক ব্যবসা করছিলো। সুরাইয়ার পিতা: জমির ব্যাপারী, স্বামী: স্বপন মিয়া। মোছাঃ সুরাইয়া আক্তার (৩০) কে ৪,৮০০ (চার হাজার আটশত) পিস ইয়াবা ট্যাবলেট ও ০১ টি মোবাইল সেট সহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ময়মনসিংহ “ক” সার্কেল গ্রেফতার করে। মাদক সম্রাজ্ঞী সুরাইয়া আটক হওয়ায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে।

আসামীর বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের প্রস্তুতি চলছে। এছাড়াও তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানা যায়।

ময়মনসিংহ কোতোয়ালী পুলিশের অভিযানে অপহরণ ও মাদক মাদলার আসামীসহ গ্রেফতার-১১; মাদক দ্রব্য উদ্ধার

ইউটিভি ডেস্ক রিপোর্ট।। প্রকাশিত: সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ৮:১৭ পিএম
ময়মনসিংহ কোতোয়ালী পুলিশের অভিযানে অপহরণ ও মাদক মাদলার আসামীসহ গ্রেফতার-১১; মাদক দ্রব্য উদ্ধার

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে ইং- ১৪/০৪/২০২৫ তারিখ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া মোট ১১ জন আসামী গ্রেফতার করা হয়।

এসআই (নিঃ) মোঃ খোরশেদ আলম সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া মাদক মামলার আসামী ১। ফারজানা আক্তার (২৫), পিতা-মোঃ মুছা, মাতা-মোছাঃ ফাতেমা বেগম, সাং-নাটকঘরলেন, এপি/সাং-নির্মলাবাস পুরোহিতপাড়া রোড (জনৈক কবির এর বাসার ভাড়াটিয়া), ২। তুষার (১৮), পিতা-হেলাল উদ্দিন, মাতা-তাসলিমা বেগম, গ্রাম-৫৫/বি পুরোহিত পাড়া, উভয় থানা-কোতোয়ালী মডেল, জেলা-ময়মনসিংহদ্বয়কে অত্র থানা এলাকা হইতে গ্রেফতার করে এবং আসামীদ্বয়ের নিকট হইতে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।

এসআই (নিঃ) মোঃ মাহবুব আলম ফকির সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া মাদক মামলার আসামী ১। মোঃ মেহেদী হাসান তানভীর (২১), পিতা-আব্দুল আওয়াল নোমান, সাং-কেওয়াটখালী, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে অত্র থানা এলাকা হইতে গ্রেফতার করে এবং আসামীর নিকট হইতে ২৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।

এসআই (নিঃ) বিশ্বজিত সূত্রধর সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অপহরন মামলার আসামী ১। সুব্রত সরকার (৪২), পিতা-সুরেন্দ্র সরকার, মাতা-প্রতিমা রানী সরকার, সাং-হাপানিয়া, থানা-হালুয়াঘাট, জেলা-ময়মনসিংহকে অত্র থানা এলাকা হইতে গ্রেফতার করেন ।

এসআই (নিঃ) রিপন চন্দ্র সরকার সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া মাদক মামলার আসামী ১। আমিরুল ইসলাম (৫০), পিতামৃত-নুরু ফকির, ২। মাসুদ রানা (৪২), পিতা-লাল মিয়া, উভয় সাং-টান হাসাদিয়া, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদ্বয়কে অত্র থানা এলাকা হইতে গ্রেফতার করে এবং আসামীদ্বয়ের নিকট হইতে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করেন।

এসআই (নিঃ) মোঃ আন্নান উল আলম সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান মামলার আসামী ১। মোঃ বাবু মিয়া(২৯), পিতা-মৃত মোহাম্মদ আলী সেলিম, মাতা-মোছাঃ রাশেদা বেগম, সাং-আকুয়া দক্ষিণপাড়া, থানা-কোতোয়ালী, ২। কবির হাসান রতন (২৪), পিতা-মোঃ হোসেন আলী, মাতা-মোছাঃ আমেনা বেগম, সাং-মরিচারচর গাঙ্গিনারপাড়, থানা-ঈশ্বরগঞ্জ, উভয় জেলা-ময়মনসিংহদ্বয়কে অত্র থানা এলাকা হইতে গ্রেফতার করেন ।

এসআই (নিঃ) মোঃ মতিউর রহমান সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া পর্নোগ্রাফি আইনের মামলার আসামী ১। খইরুল এনাম (২৮), পিতা- মোঃ মোক্তাজুল, মাতা- খালেদা বেগম, সাং- দেবীপুর, খোসবাজার এস ডি কামিল মাদ্রাসা সংলগ্ন, থানা- ভূল্লী, জেলা- ঠাকুরগাঁওকে ঠাকুরগাঁও জেলার দেবীপুর এলাকা হইতে গ্রেফতার করেন ।

এসআই (নিঃ) মোঃ সোহেল রানা সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১। মোঃ প্রান্ত (২৫), পিতা মৃত-পান্নু মিয়া, মাতা-আছমা খাতুন, সাং-আকুয়া ভাঙ্গাপুল, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে অত্র থানা এলাকা হইতে গ্রেফতার করেন ।

ইহাছাড়াও এসআই (নিঃ) মাসুদ জামালী সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করিয়া ০১ টি পরোয়ানা ভূক্ত আসামীদের গ্রেফতার করেন।

পরোয়ানা ভূক্ত আসামীদের নাম ও ঠিকানা-

১। পাপ্পু (২৮), পিতা-হাশেম, স্থায়ী : গ্রাম- জেলখানার চর (জেলখানার চর বেড়িবাঁধ) , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ

প্রত্যেক আসামীদের চালান মোতাবেক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে।

স্বাগত ১৪৩২

ভিন্ন আঙ্গিকে এবারের নববর্ষের আনন্দ শোভাযাত্রা

ইউটিভি ডেস্ক রিপোর্ট।। প্রকাশিত: সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ৫:২৬ পিএম
ভিন্ন আঙ্গিকে এবারের নববর্ষের আনন্দ শোভাযাত্রা

আজ পয়লা বৈশাখ, বাংলা নববর্ষ ১৪৩২। বরাবরের মতো নানা আয়োজনে উদ্‌যাপিত হতে যাচ্ছে বাংলা নতুন বছর। রাষ্ট্রীয় তত্ত্বাবধানে বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি বেসরকারি উদ্যোগেও নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এবার ভিন্ন ভিন্ন আঙ্গিকে হচ্ছে নববর্ষের আনন্দ শোভাযাত্রা। এবার ‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’ প্রতিপাদ্য নিয়ে ইউনেস্কো স্বীকৃত মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ রাখা হয়েছে।

বাংলা নববর্ষ উপলক্ষ্যে সকালে বাণী দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। বাঙালির প্রাণের উৎসব পয়লা বৈশাখ, দিনটিকে বরণ করে নিতে প্রস্তুত সর্বস্তরের মানুষ। বসন্তের রঙিলা পালকিতে চড়ে আসা বাংলা নববর্ষ ১৪৩২-কে স্বাগত জানাতে প্রস্তুতি নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ।

আজ সকাল ৯টায় চারুকলা অনুষদের সামনে থেকে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ বের হবে। শোভাযাত্রাটি চারুকলা অনুষদের সামনে থেকে শুরু হয়ে শাহবাগ মোড় ঘুরে টিএসসি মোড়, শহীদ মিনার, শারীরিক শিক্ষাকেন্দ্র, দোয়েল চত্বর হয়ে বাংলা একাডেমির সামনের রাস্তা দিয়ে পুনরায় চারুকলা অনুষদে গিয়ে শেষ হবে। এই শোভাযাত্রার মাধ্যমে বাঙালি সংস্কৃতি, ঐতিহ্য এবং একাত্মতা উদ্‌যাপিত হবে, যা এখন দেশব্যাপী একটি পরিচিত সাংস্কৃতিক আয়োজনে পরিণত হয়েছে।

এবারের শোভাযাত্রায় অংশ নিচ্ছে ২৮টি জাতিগোষ্ঠী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং দেশি-বিদেশি অতিথিরা। থাকছে ৭টি বড়, ৭টি মাঝারি ও ৭টি ছোট মোটিফ। বড় মোটিফগুলোর মধ্যে রয়েছে কাঠের বাঘ, ইলিশ মাছ, টাইপোগ্রাফিতে ৩৬ জুলাই, শান্তির পায়রা, পালকি, জুলাই আন্দোলনে নিহত মুগ্ধের পানির বোতল ইত্যাদি। বিশেষভাবে এবারের শোভাযাত্রায় ফিলিস্তিনের নিপীড়িত জনগণের প্রতি সংহতি জানিয়ে তরমুজের মোটিফ যুক্ত করা হয়েছে, যা সাম্প্রতিক সময়ের এক রাজনৈতিক বার্তাবাহী উপাদান।

এ ছাড়া থাকবে সুলতানি ও মুঘল আমলের ১০টি মুখোশ, ৮০টি ফ্যাসিবাদের মুখাকৃতি, ২০টি রঙিন চরকি, ২০০টি বাঘের মাথা, তালপাতার ৮টি সেপাই, ১০টি পলো, ৫টি তুহিন পাখি, ৬টি মাছ ধরার চাই, ৪টি পাখা, ২০টি মাথাল, ২০টি ঘোড়া, ৫টি লাঙল, ৫টি মাছের ডোলা এবং ১০০ ফুট দৈর্ঘ্যের লোকজ চিত্রাবলীর ক্যানভাস।

এদিকে শনিবার ভোরে চারুকলায় শোভাযাত্রার জন্য তৈরি করা ‘ফ্যাসিস্টের প্রতিকৃতি’তে আগুন লাগিয়ে দেয় এক মুখোশধারী যুবক। তবে বাধা পেরিয়ে শিল্পীরা আবারো কাজ শুরু করেন। ককশিট দিয়ে নতুন করে স্বৈরাচারী শেখ হাসিনার প্রতিকৃতি নির্মাণ করেন তারা।