ময়মনসিংহ ডিবি পুলিশের অভিযানে ৭০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ০২ জন

অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা,ময়মনসিংহের নির্দেশে এসআই(নিঃ) মোঃ রফিকুল ইসলাম সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানাধীন উজান বাড়েরা সাকিনস্থ ঢাকা বাইপাস রোডের পাশে চড়ইভাতি ফুড ভিলেজ এর সামনে হইতে ১৬ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিঃ তারিখ ১৫.৩০ ঘটিকায় ৭০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী ১। ফকির আলমগীর (৪০), পিতা-মৃত মফিজুল শেখ, মাতা-মৃত কোহিলা বেগম, সাং-বাহাতা, পোঃ বাইডাঙ্গা, থানা-শ্রীবর্দী, জেলা-শেরপুর, বর্তমান সাং-জয়দেবপুর টাংকিরপাড় (এ্যাডভোকেট সোলেমান সাহেবের বাসার ভাড়াটিয়া), থানা-জয়দেবপুর, জেলা-গাজীপুর, ২। মেহেদী হাসান মাহাবুব (১৯), পিতা-মোঃ হান্নান মিয়া, মাতা-মোছাঃ মাজেদা বেগম, সাং-চর শেরপুর (নিচপাড়া), থানা-শেরপুর সদর, জেলা-শেরপুর, বর্তমান সাং-জয়দেবপুর টাংকিরপাড় (বাবু মিয়ার বাসার ভাড়াটিয়া), থানা-জয়দেবপুর, জেলা-গাজীপুরদ্বয়কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয় দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত।
উদ্ধারকৃত ৭০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত ০২ জন আসামীর বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করে আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।