ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে গ্রেফতার ০৫ জন
গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া মোট ০৫ জন আসামী গ্রেফতার করা হয়।
এসআই (নিঃ) ওমর ফারুক রাজু সঙ্গীয় ফোর্স থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১। আরমান বাবু (৩২), পিতা-মোঃ সেলিম, মাতা-মোছাঃ জাহানারা বেগম, সাং-আরকে মিশন রোড, থানা-কোতোয়ালী
জেলা- ময়মনসিংহকে অত্র থানাধীন তাজমহল রোড এলাকা হইতে গ্রেফতার করেন।
এসআই (নিঃ) অংকন সরকার সঙ্গীয় ফোর্স থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া মাদক মামলার আসামী ১। আল আমিন (৩৬), পিতাঃ বিল্লাল হোসেন, মাতা-উম্মে হানী, স্থায়ী সাং-শেষ মোড় বাকৃবি, চক ছত্রপুর, ২। রফিকুল ইসলাম (৪৫), পিতামৃত-হোসেন আলী, মাতামৃত-খোদেজা বেগম, স্থায়ী সাং-পাড়াপাসাশী, থানা- ঈশ্বরগঞ্জ, এপি/সাং-বাকৃবি গুদারাঘাট, শুক্কুরের বাড়ীর ভাড়াটিয়া, থানা-কোতোয়ালী, উভয় জেলা-ময়মনসিংহদ্বয়কে অত্র থানাধীন চক ছত্রপুর এলাকা হইতে গ্রেফতার করেন এবং তাহার নিকট হইতে ৮৬০ গ্রাম গাজা উদ্ধার করেন।
এএসআই (নিঃ) আলী হোসেন, স্বপন সরকার প্রত্যেকে থানা এলাকার পৃথক পৃথক অভিযান পরিচালনা করিয়া ০২ টি পরোয়ানা তামিল করেন।
পরোয়ানা ভূক্ত আসামীর নাম ঠিকানা-
১। মোঃ সজিব মিয়া, পিতা-আহাম্মদ আলী, স্থায়ী: গ্রাম- চুরখাই (উইনারপাড়) , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা-ময়মনসিংহ
২। মোঃ মাহিন (২১), পিতা-মোঃ নূর উদ্দিন, স্থায়ী: গ্রাম- আকুয়া চৌরঙ্গীর মোড় , উপজেলা/থানা- ময়মনসিংহ সদর, জেলা –ময়মনসিংহ
প্রত্যেক আসামীদের চালান মোতাবেক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে।