ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে গ্রেফতার ০৫ জন
গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া মোট ০৫ জন আসামী গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ) অংকন সরকার কোতোয়ালী মডেল থানা ময়মনসিংহ সংগীয় অফিসার ও ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১। মোঃ জাকিরুল ইসলাম (২৫), মহানগর আওয়ামীলীগের সদস্য, পিতা-মোঃ হানিফ, মাতা-আনোয়া রা খাতুন, সাং-খোদাবক্সপুর, থানা-গৌরীপুর, জেলা-ময়মনসিংহকে সুতিয়াখালী এলাকা হইতে গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ) হারুনুর রশিদ কোতোয়ালী মডেল থানা ময়মনসিংহ সংগীয় অফিসার ও ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া দ্রুত বিচার মামলার আসামী ১। মোঃ উবায়দুল হাসান খান (২০), পিতা- মোঃ খলিল নেওয়াজ খান, মাতা- মোছাঃ সেলিনা বেগম, সাং- ইছুলিয়া, থানা-গৌরিপুর, জেলা-ময়মনসিংহ ২। আকাশ (১৯), পিতামৃত-আবুল কালাম, মাতা-কাজল রেখা ওরফে কাঞ্চন, সাং-চর ঈশ্বরদিয়া ঋষি পাড়া, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদ্বয়কে স্টেশন এলাকা হইতে গ্রেফতার করা হয় এবং তাহাদের নিকিট হইতে ০১ টি চাকু ও ০১ টি মোবাইল ফোন উদ্ধা্র করা হয়।
র্যাব-১৪ থানা এলাকা অভিযান পরিচালনা করিয়া মাদক মামলার আসামী ১। মোঃ নাজমুল বারী খান @রাসেল(৪৫), পিতা- মৃত নাসির উদ্দিন খান, সাং-৫১/এ হামিদ উদ্দিন রোড, কাচিঝুলি, ০৩নং ওয়ার্ড, সিটি কর্পোরেশন, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে টাউনহল মোড় হইতে গ্রেফতার করেন এবং তাহার নিকট হইতে ২৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।
ইহাছাড়াও এএসআই (নিঃ) কামরুল হাসান থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ০১ পরোয়ানা তামিল করেন।
পরোয়ানা ভূক্ত আসামীর নাম ঠিকানা-
১। মোঃ আব্দুর রাজ্জাক, পিতা-মোঃ আব্দুর রউফ, সাং-দিঘারকান্দা ছত্রপুর,থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ
প্রত্যেক আসামীদের চালান মোতাবেক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে।