ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ভিন্নভিন্ন অভিযানে গ্রেফতার ১০ জন
গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া মোট ১০ জন আসামী গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ) অংকন সরকার কোতোয়ালী মডেল থানা ময়মনসিংহ সংগীয় অফিসার ও ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১। আবু বক্কর সিদ্দিক সাগর (৩৮), (সিটি ৩২নং ওয়ার্ড আওয়ামীলীগের কাউন্সিলর) পিতা- ইমান আলী, মাতা-আমেনা বেগম, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ, ২। মোঃ আরিফ (৫২), (০৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ সভাপতি), পিতা- মৃত শহর আলী, মাতা-মৃত আবে খাতুন, সাং- গোহাইলকান্দি (জামতলা মোড়), থানা- কোতোয়ালী, জেলা- ময়মনসিংহদ্বয়কে শম্ভুগঞ্জ মোড় এলাকা হইতে গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ) সোহেল রানা কোতোয়ালী মডেল থানা ময়মনসিংহ সংগীয় অফিসার ও ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া নিয়মিত চুরি মামলার আসামী ১। মোঃ ফয়সাল মিয়া (১৯), পিতা- সাহেব আলী, মাতা- জমিলা খাতুন, সাং- গোলকিবাড়ী, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ, ২। শহিদুজ্জামান (১৯), পিতা- মৃত নজরুল ইসলাম, মাতা- লিপি আক্তার, সাং- সানকিপাড়া আব্দুল্লার গলি, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ, ৩। সোহাগ (২১), পিতা- মৃত বাবু, মাতা- কমলা বেগম, সাং- ৩০ নং ওয়ার্ড রহমতপুর, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদ্বয়কে আকুয়া এলা্কা হইতে গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ) খলিলুর রহমান কোতোয়ালী মডেল থানা ময়মনসিংহ সংগীয় অফিসার ও ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১। মোহাম্মদ আলতাফ হোসেন (৬০), পিতা- মৃত আবেদ আলী, সাং- আকুয়া দক্ষিনপাড়া, থানা- কোতোয়ালী, জেলা- ময়মনসিংহকে আকুয়া এলাকা হইতে গ্রেফতার করা হয়।
র্যাব-১৪ কোতোয়ালী মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া মাদক মামলার আসামী ১। মোঃ জাহিরুল ইসলাম (৫২), পিতা-মৃত বাবর আলী, মাতা- মোছাঃ সখিনা বেগম সাং: চেচড়া, থানা: পাঁচবিবি, জেলা: জয়পুরহাটকে রহমতপুর বাইপাস এলাকা হইতে গ্রেফতার করা হয় এবং তাহার নিকট হইতে ৬৯০ পিস ইনজেকশন উদ্ধার করেন।
ইহাছাড়াও এসআই (নিঃ) মোজাম্মেল হক, অংকন সরকার, এএসআই (নিঃ) রাকিবুল আলম প্রত্যেকে থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করিয়া ০৩ পরোয়ানা তামিল করেন।
পরোয়ানা ভূক্ত আসামীদ্বয়ের নাম ঠিকানা-
১। করিম উজ্জামান (আনন্দ), পিতা-মৃত: হাশিম উদ্দিন আহমেদ, স্থায়ী : (সাং: ৫১/বি, আকুয়া মাদ্রাসা কোয়ার্টার) , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা–ময়মনসিংহ
২। মোছাঃ মনোয়ারা বেগম, পিতা-স্বামী: গোলাম কিবরিয়া, স্থায়ী : (সাং: ৫১/বি, আকুয়া মাদ্রাসা কোয়ার্টার) , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা –ময়মনসিংহ
৩। মোছাঃ রুবা আক্তার, পিতা-, স্থায়ী: ওয়ার্ড নং-১০, বাসা নং-১১, (জিলা স্কুল গেইট সংলগ্ন)) , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ,
প্রত্যেক আসামীদের চালান মোতাবেক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে।









