শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২

জনপ্রিয় গল্প, উপন্যাস থেকে সিরিজ, কী বলছেন লেখক নির্মাতারা

ইউটিভি ডেস্ক রিপোর্ট।। প্রকাশিত: শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪, ১২:৪৫ পিএম
জনপ্রিয় গল্প, উপন্যাস থেকে সিরিজ, কী বলছেন লেখক নির্মাতারা

‘আধুনিক বাংলা হোটেল, ‘বিভাবরী’, ‘রঙিলা কিতাব’, ‘মেসমেট’ ও ‘ফ্রেঞ্জি’। গত এক মাসে পাঁচ ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে এই সিরিজ ও ওয়েব ফিল্মগুলো। সব কটি কনটেন্টই তৈরি হয়েছে সাহিত্য থেকে। বিদেশি প্ল্যাটফর্মগুলোতে ফি সপ্তাহে মুক্তি পাওয়া সিনেমা ও সিরিজের বড় অংশই তৈরি হয় জনপ্রিয় গল্প–উপন্যাস অবলম্বনে। দেশি প্ল্যাটফর্মে আগে খুব বেশি সাহিত্য থেকে কাজ হয়নি। সেখান থেকে এক মাসেই সাহিত্য থেকে নির্মিত পাঁচ কনটেন্ট মুক্তি পাওয়া ওটিটি প্ল্যাটফর্মগুলোতে নতুন মাত্রা যোগ করেছে।

‘আধুনিক বাংলাছবি ‘ সিনেমার পোষ্টার

‘সব দেশেই বেশির ভাগ কনটেন্ট সাহিত্য থেকে নির্মিত হয়, আমাদের দেশেই চর্চটা ছিল না। আপনি যদি আমাদের টিভির কাজগুলোও দেখেন, খুব বেশি সাহিত্যনির্ভর নাটক হয়নি।’ বলছিলেন শরীফুল হাসান। তাঁর ছোট তিনটি গল্প থেকে চরকির জন্য অ্যান্থোলজি সিরিজ ‘আধুনিক বাংলা হোটেল’ বানিয়েছেন কাজী আসাদ। গতকাল দুপুরে লেখক মুঠোফোনে বলেন, তাঁর লেখার পর্দায় উপস্থাপন দেখে তিনি সন্তুষ্ট। চিত্রনাট্য না লিখলেও এর খুঁটিনাটি তাঁর জানা ছিল, ফলে পর্দায় উপস্থাপনের সময় গল্পের মূল সুর যেন কেটে না যায়, সেটা খেয়াল রেখেছেন তিনি। আলাপে আলাপে সম্প্রতি সাহিত্য থেকে নির্মিত সিরিজ–সিনেমা নিয়ে নিজের একটা পর্যবেক্ষণও জানালেন লেখক। শরীফুল হাসানের ভাষ্যে, ‘এখন যে সিরিজগুলো হয়েছে, সব কটিই কিন্তু সমসাময়িক লেখকদের লেখা থেকে হয়েছে। অনেক নির্মাতাই হয়তো এখনকার লেখা পড়েন না কিন্তু গত ১০–১৫ বছরে দেশে মৌলিক থ্রিলারের একটা উত্থান হয়েছে। নির্মাতারা যদি পড়েন, তাহলে বুঝতে পারবেন, নানা ধরনের গল্প আছে। আমাদের গল্প, আমাদের সংস্কৃতি নিয়ে বিচিত্র ধরনের স্বাদ পাওয়া যাবে। এখন এসব সাহিত্য থেকে না করলে বড় সুযোগ নষ্ট হবে। কারণ, এসব গল্প এখন খুবই প্রাসঙ্গিক; ১০ বা ১৫ বছর পরে হয়তো এই প্রাসঙ্গিকতা থাকবে না।’

ময়মনসিংহ কোতোয়ালী পুলিশের অভিযানে আওয়ামীলীগ সমর্থকসহ গ্রেফতার-৩

ইউটিভি ডেস্ক রিপোর্ট।। প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫, ৪:৫৪ পিএম
ময়মনসিংহ কোতোয়ালী পুলিশের অভিযানে আওয়ামীলীগ সমর্থকসহ গ্রেফতার-৩

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে ইং- ২৪ /০৪/২০২৫ তারিখ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া মোট ০৩ জন আসামী গ্রেফতার করা হয়। একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: শফিকুল ইসলাম খান

এসআই (নিঃ) মাহবুব আলম ফকির সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১। মোঃ জবেদ আলী (৭২) (আওয়ামীলীগ সমর্থক), পিতা-মৃত কাশেম আলী, মাতা-মৃত তামবিয়া, সাং-মির্জাপুর, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে অত্র থানা এলাকা হইতে গ্রেফতার করেন।

এসআই (নিঃ) আল আমীন সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১। মোঃ শহিদুল ইসলাম (৪৫) (আওয়ামীলীগ সমর্থক), পিতা-মৃত হাফিজ উদ্দিন, মাতা-মোছাঃ ফুলবানু, সাং-চর কালিবাড়ী, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে অত্র থানা এলাকা হইতে গ্রেফতার করেন।

এসআই (নিঃ) মোঃ সোহেল রানা সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১। মোঃ আলম (২৫), পিতা-মৃত মিজান, মাতা-অজুফা বেগম, সাং-মিন্টু কলেজ রোড, থানা-কোতোয়ালী, জেলা- ময়মনসিংহকে অত্র থানা এলাকা হইতে গ্রেফতার করেন।

প্রত্যেক আসামীদের চালান মোতাবেক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে।

মুক্তাগাছায় তৃতীয় শ্রেনীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা! ভেস্তে গেছে আড়াই লাখ টাকার সমঝোতা বৈঠক

ইউটিভি ডেস্ক রিপোর্ট।। প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫, ২:৫৭ এম
মুক্তাগাছায় তৃতীয় শ্রেনীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা! ভেস্তে গেছে আড়াই লাখ টাকার সমঝোতা বৈঠক

ময়মনসিংহের মুক্তাগাছার বানিয়াকাজী গ্রামের তৃতীয় শ্রেণীতে পড়ুয়া ৮ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে আনোয়ারুল ইসলাম (৫৫) বিরুদ্ধে।

বুধবার (২৩ এপ্রিল) ভুক্তভোগী শিশুটির বাবা ঘটনাটি নিশ্চিত করেছেন। এর আগে সোমবার সন্ধ্যা ৭টার দিকে মুক্তাগাছা উপজেলার বানিয়াকাজী গ্রামে এই ঘটনাটি ঘটে।

অভিযুক্ত আনোয়ারুল ইসলাম উপজেলার খেরুয়াজানী ইউনিয়নের বানিয়াকাজী গ্রামের এছাহাক আলীর পুত্র। সম্পর্কে শিশুটির দাদা হওয়ার সুবাদে তিনি প্রায়ই ওই বাড়িতে যাতায়াত করতেন।

অভিযোগের প্রেক্ষিতে জানা যায়, ভূক্তভোগী শিশুটির বাবা পেশায় ভ্যানচালক। বুড়ো বাবা-মা ও মাতৃহীন মেয়েকে নিয়ে তিনি বসবাস করেন। ঘটনার দিন শিশুটি পড়তে বসে। এক পর্যায়ে বিদ্যুৎ চলে গেলে অভিযুক্ত আনোয়ার ঘরে প্রবেশ করে একা পেয়ে তিনি শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় বিদ্যুৎ চলে এলে আনোয়ার তাকে ছেড়ে দেয়। শিশুর দাদী অভিযুক্ত আনোয়ারকে পালিয়ে যেতে দেখে। পরে শিশুটি তার দাদীকে সব জানিয়ে দেয়।

বিষয়টি ধামাচাপা দিতে আনোয়ার ও তার পরিবারের লোকজন চাপ দিতে থাকে। পরবতীর্তে শিশুটির দাদা এলাকার গণ্যমান্য ব্যক্তিদের জানালে তারা বুধবার (২৩ এপ্রিল) পুলিশ প্রশাসনকে না জানিয়ে গ্রাম্য শালিস বৈঠকে ২লক্ষ ৫০হাজার টাকা ইজ্জতের মূল্য নির্ধারণ করে। এতে শিশুর চাচা প্রতিবাদ জানালে শালিস বৈঠকটি ভেস্তে যায়।

শিশুর বাবা জানায়, বৈঠকে টাকা দিয়ে বিষয়টি ধামাচাপা করতে না পেরে আনোয়ার ও তার পরিবারের লোকজন আমার বাসায় এসে হুমকি দিয়ে যায়।

এ বিষয়ে মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, শালিসের বিষয়ে জানতে পেরে ফোর্স পাঠাই। ভিকটিম ও তার পরিবারকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

জেলা গোয়েন্দা শাখা ময়মনসিংহের অভিযানে মাত্র ১৬ ঘন্টার মধ্যে স্পেশাল ও দায়রা জজ মহোদয়ের বাসভবনের চুরির রহস্য উদঘাটন; চোরাই মালামালসহ চোর গ্রেফতার

ইউটিভি ডেস্ক রিপোর্ট।। প্রকাশিত: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫, ১০:০২ পিএম
জেলা গোয়েন্দা শাখা ময়মনসিংহের অভিযানে মাত্র ১৬ ঘন্টার মধ্যে স্পেশাল ও দায়রা জজ মহোদয়ের বাসভবনের চুরির রহস্য উদঘাটন; চোরাই মালামালসহ চোর গ্রেফতার

গত ২২/০৪/২০২৫ তারিখ ১০.৩০ হতে ১১.৩০ ঘটিকার মধ্যে যে কোন সময় মাননীয় স্পেশাল ও দায়রা জজ আদালত, ময়মনসিংহ এর বাসস্থান কোতোয়ালী থানাধীন পন্ডিতপাড়া, মুমিনুন্নেছা এক্সএল টাওয়ার, হোল্ডিং নম্বর-৭ এর ৯ম তলার পশ্চিম পার্শ্বে ৯-৫ এর ভিতর অজ্ঞাতনামা চোর বা চোরেরা কৌশলে বাসার মূল দরজার তালা ভেঙে ভিতরে প্রবেশ করে বাসায় থাকা কাঠের আলমিরার ড্রয়ার ভেঙে ড্রয়ারে থাকা ০৬(ছয়) ভরি স্বর্ণালংকার এবং নগদ ২,২০,০০০/-(দুই লক্ষ বিশ হাজার) টাকা চুরি করে নিয়ে যায়।

উক্ত ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মামলা নং-৭৩, তারিখ ২২/০৪/২০২৫ ইং ধারা-৪৫৪/৩৮০ পেনাল কোড রুজু হয়। মামলাটি রুজু হওয়ার পর পুলিশ সুপার, ময়মনসিংহ মহোদয়ের নির্দেশে জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম কোতোয়ালী ও তারাকান্দা থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তারাকান্দা থানাধীন কান্দাপাড়া গ্রামের বনপাড়া এলাকার জুয়েল মিয়ার বসত ঘর হতে ঘটনায় জড়িত পেশাদার চোর মোঃ জুয়েল মিয়া (৪২)-কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীর নিকট হতে চোরাই মালামাল ও নগদ টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীর পিসি/পিআর পর্যালোচনায় ও স্থানীয় জিজ্ঞাসাবাদে জানা যায় ধৃত আসামী একজন পেশাদার চোর এবং তার বিরুদ্ধে একাধিক চুরি ও মাদক মামলার তথ্য পাওয়া যায়

গ্রেফতারকৃত আসামীর নাম ও ঠিকানা

১। মোঃ জুয়েল মিয়া (৪২),

পিতা মৃত-বাবুল মিয়া,

সাং-চরকালিবাড়ী, খানা-কোতোয়ালী,

বর্তমান সাং-কান্দাপাড়া (বনপাড়া),

থানা তারাকান্দা, জেলা-ময়মনসিংহ।

উদ্ধারকৃত চোরাই মালামালের বিবরণ

১। ০১ জোড়া স্বর্ণের বালা

২। ০১ জোড়া স্বর্ণের চুরি

৩। ০২টি স্বর্ণের চেইন

৪। ০২ জোড়া কানের দুল

৫। ০৩টি স্বর্ণের আংটি

৬। নগদ ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা।