মেহজাবীনের সঙ্গে সেলফি তুললেন রনবীর

সৌদি আরবের রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়েছে মেহজাবীন চৌধুরী অভিনীত সিনেমা ‘সাবা’। সেখানে অংশ নিতে এখন মধ্যপ্রাচ্যে অবস্থান করছেন এই অভিনেত্রী। এই উৎসবে সম্প্রতি বেশ কয়েকজন হলিউড ও বলিউড অভিনয়শিল্পীর সঙ্গে ফ্রেমবন্দি হতে দেখা যায় অভিনেত্রীকে। যেসব ছবি ভেসে বেড়াচ্ছে সামাজিক মাধ্যমে। এরমধ্যে নজর কেড়েছে বলিউড সুপারস্টার রনবীর কাপুরের সেলফিতে মেহজাবীনের বন্দি হওয়ার মুহুর্ত।
রবিবার (৮ ডিসেম্বর) রেড সি উৎসবে স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটে ছিল মেহজাবীন অভিনীত ও মাকসুদ হোসেন পরিচালিত সিনেমা ‘সাবা’-এর প্রদর্শনী।
সিনেমাটি দেখার পর বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় ভক্তদের সঙ্গে বিশেষ মুহূর্ত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করেন অভিনেত্রী। মেহজাবীন তার ফেসবুকে উৎসবের চতুর্থ দিনের দুটি ছবি পোস্ট করেন। প্রথম ছবিতে রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব লেখা কর্নারে দাঁড়িয়ে থেকে তিনি ধরা দেন।
আর দ্বিতীয় ছবিতে তাকে দেখা যায়, বলিউড অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে। ওই ছবিতে রণবীর মেহজাবীনের সঙ্গে সেলফি তুলছিলেন।