রবিবার, ১৩ এপ্রিল ২০২৫, ৩১ ১৪৩১
রবিবার, ১৩ এপ্রিল ২০২৫, ৩১ ১৪৩১

এবার সচিবালয়ের সামনে অনশনে বসলেন শিক্ষার্থীরা

ইউটিভি ডেস্ক রিপোর্ট।। প্রকাশিত: সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫, ৬:০৬ পিএম
এবার সচিবালয়ের সামনে অনশনে বসলেন শিক্ষার্থীরা

দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তরসহ তিন দফা দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

 

সোমবার (১৩ জানুয়ারি) বিকেল পৌনে পাঁচটার দিকে সচিবালয়ের সামনে অনশনে বসেন তারা।

 

এ সময় শিক্ষার্থীরা বিপ্লবে বলীয়ান নির্ভীক জবিয়ান, অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, লজ্জা লজ্জা, ইউজিসি ইউজিসি, অনশন অনশন চলছে চলবে, কবে দিবা ক্যাম্পাস, প্রশাসন কি করে, আমার ভাই অনশনেসহ নানা স্লোগান দেন।

 

শিক্ষার্থীরা বলছেন, আমরা এক ঘণ্টা সময় বেঁধে দিয়েছিলাম অঙ্গীকারের লিখিত চিঠি নিয়ে আসতে। কিন্তু মন্ত্রণালয় থেকে কোনো চিঠি আসেনি। ফলে পূর্বঘোষিত আল্টিমেটাম অনুযায়ী আমরা সচিবালয়মুখী হয়েছি। আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না।

 

অনশনরত শিক্ষার্থী রায়হান রাব্বি বলেন, আমরা আমাদের দাবির কথা জানিয়েছি। আমাদের দাবি না মেনে নিলে আমরা রাজপথ ছাড়বো না। আমাদের দাবি মেনে নিবে আগামী বুধবারের মিটিংয়ে -এ মর্মে লিখিত অঙ্গীকার দিতে হবে। পরে আমরা অনশন ভাঙব। স্বাক্ষর হওয়া আগ পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সব অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।

 

এর আগে দুপুর ২টায় সেনাবাহিনীকে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তর নিয়ে সচিবালয় থেকে একটি চিঠি ইস্যু করা হয়।

 

এ চিঠি আসার পর অনশনরত শিক্ষার্থীরা তিনটি দাবি করা হয় –

 

১. সেনাবাহিনীর কাছে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তরের চুক্তি অনতিবিলম্বে স্বাক্ষর করতে হবে। প্রয়োজনে স্পেশাল মিটিংয়ের মাধ্যমে তা সম্পূর্ণ করতে হবে এবং ভিজ্যুয়ালভাবে সবার সামনে তা উপস্থাপন করতে হবে। শিক্ষার্থীরা অনশনে থাকাবস্থায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তর কর্তৃপক্ষের কাছ থেকে লিখিত অঙ্গীকার নিয়ে তা প্রকাশ করতে হবে। কয়েক মাস সময় নেওয়ার নাম করে কোনো প্রকার দীর্ঘসূত্রতার বন্দোবস্ত করা চলবে না।

 

২. পুরান ঢাকার বাণী ভবন ও ড. হাবিবুর রহমান হলের স্টিল বেইজড ভবনের কাজ দ্রুত শুরু এবং শেষ করতে হবে।

 

৩. যতদিন অবধি আবাসন ব্যবস্থা না হয়, ততদিন পর্যন্ত ৭০ শতাংশ শিক্ষার্থীর আবাসন ভাতা নিশ্চিত করতে হবে।

 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড রেজাউল করিম বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের ফলেই আমাদের এই কার্যক্রম আরো সহজ ও ত্বরান্বিত হয়েছে। আমাদের কাজ অনেকটা এগিয়ে গেছে। মিটিংয়ে প্রকল্পের অবস্থাও বিশ্লেষণ করা হবে । তারপর একটা চূড়ান্ত সিদ্ধান্ত হবে। সভায় আমরা বিবিধের সেক্টরে আমাদের দাবির অন্যান্য বিষয়গুলো নিয়ে আলোচনা করবো।

ময়মনসিংহ কোতোয়ালী পুলিশের অভিযানে ধর্ষণ মামলার আসামীসহ গ্রেফতার-১০

ইউটিভি ডেস্ক রিপোর্ট।। প্রকাশিত: শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ৭:৪১ পিএম
ময়মনসিংহ কোতোয়ালী পুলিশের অভিযানে ধর্ষণ মামলার আসামীসহ গ্রেফতার-১০

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে ইং-১২/০৪/২০২৫ তারিখ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া মোট ১০ জন আসামী গ্রেফতার করা হয়। একটি প্রেস বিজ্ঞপির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: শফিকুল ইসলাম খান।

এসআই (নিঃ) মোঃ আশিকুর রহমান তুহিন সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী আহসান হাবিব শ্রাবন (৩০), পিতা-হালিম মিস্ত্রী, মাতা-সরুভী, সাং-আকুয়া দরগাপাড়া, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে অত্র থানা এলাকা হইতে গ্রেফতার করেন।

এসআই (নিঃ) মাসুদ জামালী সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া দস্যুতা মামলার আসামী ১। জনি কুমার সরকার (৩৫), পিতা-মৃত প্রবীর কুমার সরকার, মাতা-স্বপ্না রানী সরকার, সাং-আমলাপাড়া, ২৪/বি টিএনআই রোড থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে কোতোয়ালী মডেল থানাধীন চরপাড়া এলাকা হইতে গ্রেফতার করেন ।

এসআই (নিঃ) মোঃ সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ধর্ষন মামলার আসামী ১। আনন্দ ঋষি (২৬), পিতা-মৃত আহালু ঋষি, মাতা-শ্রী মতি স্বপ্না রানী, সাং-বরিয়ান ঋষিপাড়া বেগুনবাড়ী, ৯নং খাগডহর ইউপি, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে কোতোয়ালী মডেল থানাধীন চরপাড়া এলাকা হইতে গ্রেফতার করেন ।

কোতোয়ালী থানার অভিযান টিম থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১। আবু বক্কর সিদ্দিক দুলাল(৫৫), (ঈশ্বরগঞ্জ উপজেলার সাবেক যুবলীগের আহবায়ক এবং জেলা পরিষদের সদস্য) পিতা-আলহাজ্ব আব্দুর জব্বার ভূইয়া, মাতা-মৃত রাবেয়া খাতুন, সাং-ঈশ্বরগঞ্জ, থানা-ঈশ্বরগঞ্জ, জেলা-ময়মনসিংহ, ২। মোঃ ফরিদ আহম্মেদ সবুজ (৩৮), (যুবলীগের সদস্য), পিতা-মোঃ হাবিবুর রহমান, মাতা-মাজেদা খাতুন, সাং-আকুয়া মোড়লপাড়া, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদেরকে অত্র থানা এলাকা হইতে গ্রেফতার করেন।

র‌্যাব-১৪ ময়মনসিংহ কর্তৃক থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া মাদক মামলার আসামী ১। মোঃ জয়নাল আবেদীন (৪০), পিতা-মোঃ মোকছেদ আলী শেখ, মাতা-মোছাঃ আজিরন নেছা, স্থায়ী সাং-আলগারচর, থানা-ফুলছড়ি, জেলা-গাইবান্ধা, এ/পি সাং-জিগাবাড়ী, ডাকঘর-এরেন্ডাবাড়ি, থানা-ফুলছড়ি, জেলা-গাইবান্ধাকে কোতোয়ালী মডেল থানা এলাকা হইতে গ্রেফতার করেন ।

ইহাছাড়াও এসআই (নিঃ) কুমোদলাল দাস, এএসআই মনোয়ার হোসেন, ফরহাদ উদ্দিন সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করিয়া ০৪ টি পরোয়ানা ভূক্ত আসামীদের গ্রেফতার করেন।

পরোয়ানা ভূক্ত আসামীদের নাম ও ঠিকানা-

১। অমিত হাসান (৩২), পিতা-সেলিম উদ্দিন,, স্থায়ী: গ্রাম- সানকি পাড়া (নর্থ) (৬১/গ সানকি পাড়া ) , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ।

২। মোঃ শাহ আলম (), পিতা-মোঃ আব্দুর রশিদ, স্থায়ী: (আকুয়া মোড়লপাড়া) , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ

৩। মোঃ শাহাব উদ্দিন (), পিতা-মোঃ মোফাজ্জল হোসেন, স্থায়ী : গ্রাম- চর ভবানীপুর, উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ

৪। মোঃ বাদল সরকার (), পিতা-মৃত: শহর আলী, স্থায়ী: গ্রাম- কৃষ্টপুর (সাং: দৌলত মুন্সী রোড) , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ

প্রত্যেক আসামীদের চালান মোতাবেক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে।

মার্চ ফর গাজা

রাজধানীর সব পথ মিশে গেছে সোহরাওয়ার্দী উদ্যানে

ইউটিভি ডেস্ক রিপোর্ট।। প্রকাশিত: শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ৩:১৫ পিএম
রাজধানীর সব পথ মিশে গেছে সোহরাওয়ার্দী উদ্যানে

ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানিয়ে আয়োজিত ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে অংশ নিতে আসা জনস্রোতে রাজধানী সব পথ যেন মিশে গেছে সোহরাওয়ার্দী উদ্যানে এসে।

প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট, বাংলাদেশ আয়োজিত এ কর্মসূচিতে শনিবার (১২ এপ্রিল) সরেজমিনে দেখা যায়, রাজধানীর পল্টন মোড়, গুলিস্তান জিরো পয়েন্ট, শিক্ষা ভবন হয়ে দোয়েল চত্বর দিয়ে এবং চানখারপুল থেকে সরাসরি দোয়েল চত্বর দিয়ে মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাচ্ছে অংশ গ্রহণকারীরা।

কর্মসূচিতে অংশ নিতে বাসে, পিকআপ, রিকশা, পায়ে হেঁটে এবং একজনকে ঘোড়ায় চড়েও আসতে দেখা গেছে।

এছাড়া বাংলামোটর থেকে আসা মিছিল শাহবাগ হয়ে রমনা গেট দিয়ে,

কাকরাইল মোড় হয়ে আসা মিছিল মৎস্য ভবন হয়ে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট গেট দিয়ে, বকশীবাজার মোড় দিয়ে আসা মিছিল কেন্দ্রীয় শহীদ মিনার হয়ে টিএসসি গেট দিয়ে এবং নীলক্ষেত মোড় দিয়ে আসা মিছিল ভিসি চত্বর হয়ে টিএসসি গেট দিয়ে সোহরাওয়ার্দীর সমাবেশে যোগ দিচ্ছে।

সংগঠনটির পক্ষ থেকে কর্মসূচি উপলক্ষে কয়েকটি নির্দেশনা দেওয়া হয়েছে। সেগুলো হলো—শনিবার টিএসসির মেট্রো স্টেশন বন্ধ থাকবে ও সব পরীক্ষার্থীর জন্য রাস্তা বিশেষভাবে উন্মুক্ত থাকবে।

আয়োজক সংগঠন জানায়, মঞ্চ থেকে ফিলিস্তিনের পক্ষে সংহতি জানিয়ে বাংলা, ইংরেজি ও আরবি ভাষায় একটি ঘোষণাপত্র পাঠ করা হবে।

পরে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে আয়োজনটি শেষ হবে।

এ কর্মসূচিতে বিএনপি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম, এবি পার্টিসহ বিভিন্ন দল, সংগঠন এবং ইসলামি বক্তা যোগ দেবেন।

ময়মনসিংহ কোতোয়ালী পুলিশের অভিযানে চুরি মাদক ও অপহরণ মামলার আসামিসহ গ্রেফতার-১৪

ইউটিভি ডেস্ক রিপোর্ট।। প্রকাশিত: শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ৭:২৮ পিএম
ময়মনসিংহ কোতোয়ালী পুলিশের অভিযানে চুরি মাদক ও অপহরণ মামলার আসামিসহ গ্রেফতার-১৪

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অদ্য ১১/০৪/২০২৫ ইং তারিখ রোজ শুক্রবার অভিযান পরিচালনা করে মোট ১৪ জন আসামী গ্রেফতার করে। একটি প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মো: শফিকুল ইসলাম খান।

এসআই (নিঃ) মাসুদ জামালী সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অপহরন মামলার আসামী ১। অমর সিং (২৩), পিতা-লক্ষন সিং, মাতা-শীতা রানী সিং সাং-শম্ভুগঞ্জ, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে অত্র থানা এলাকা হইতে গ্রেফতার করেন।

এসআই (নিঃ) মোহাম্মেল হোসেন সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১। মোঃ মোস্তাফিজুর রহমান (৪৬), (৫নং সিরতা ইউপির সাবেক ছাত্রলীগের সভাপতি), পিতা-আব্দুর রশিদ, মাতা-মনোয়ারা বেগম, সাং-চর খরিচা, সিরতা, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে কোতোয়ালী মডেল থানাধীন চর কালিবাড়ী এলাকা হইতে গ্রেফতার করেন।

এসআই (নিঃ) কুমোদলাল দাস সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া চুরি মামলার আসামী ১। মোঃ রাকিব (২৩), পিতা-আব্দুল মতিন, মাতা-জাহানারা, সাং-বাগুদা, থানা-তারাকান্দা, জেলা-ময়মনসিংহকে কোতোয়ালী মডেল থানাধীন চরপাড়া এলাকা হইতে গ্রেফতার করেন ।

এসআই (নিঃ) খলিলুর রহমান সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া মাদক মামলার আসামী ১। মোঃ মজিবুর রহমান (৩৫), পিতা-মৃত আব্দুল মজিদ, মাতা-রহিমা খাতুন, সাং-৭৬ আকুয়া মাদ্রাসা কোয়াটার্স লিচু বাগান, থানা-কোতোয়ালী মডেল, জেলা-ময়মনসিংহকে কোতোয়ালী মডেল থানাধীন আকুয়া মাদ্রাসা কোয়ার্টার এলাকা হইতে গ্রেফতার করেন।

মাদক দ্রব্য সংস্থা সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া মাদক মামলার আসামী মোঃ শাহিন মিয়া (২৮), পিতা-মোঃ কানু মিয়া, মাতা-আম্বিয়া বেগম, সাং-কাশিনগর (মধ্যপাড়া কুশাইহাটি), থানা-বিজয়নগর, জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে অত্র থানা এলাকা হইতে গ্রেফতার করেন।

ইহাছাড়াও এসআই (নিঃ) রিপন চন্দ্র সরকার, আনোয়ার হোসেন, সাইফুল ইসলাম, এএসআই (নিঃ) শেখ হাবিবুর রহমান, সুকান্ত দেবনাথ, ওমর ফারুক, কামরুল ইসলাম, রাকিবুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করিয়া ০৯ টি পরোয়ানা ভূক্ত আসামীদের গ্রেফতার করেন।

পরোয়ানা ভূক্ত আসামীদের নাম ও ঠিকানা-

১। ফারুক মিয়া (৩৫), পিতা-লাল মিয়া, স্থায়ী : গ্রাম- চর নিলক্ষীয়া (দিঘলপাড়া) , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ

২। মাছুম মিয়া , পিতা-আবুল কাশেম, স্থায়ী: গ্রাম- বিজয়নগর, উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ,

৩। হানিফ মিয়া , পিতা-আবুল কাশেম, স্থায়ী: গ্রাম- বিজয়নগর, উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ,

৪। আমিনুল , পিতা-আঃ জব্বার, স্থায়ী: গ্রাম- বিজয়নগর, উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ,

৫। উসমান গনি, পিতা-আবুল কাশেম, স্থায়ী: গ্রাম- বিজয়নগর, উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ,

৬। মাসুদ, পিতা-আবুল কাশেম, স্থায়ী: গ্রাম- বিজয়নগর, উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা –ময়মনসিংহ

৭। চাঁন মোহাম্মদ, পিতা-মৃত জনাব আলী, স্থায়ী: গ্রাম- বিজয়নগর, উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ,

৮। আঃ জব্বার, পিতা-মৃত জনাব আলী, স্থায়ী: গ্রাম- বিজয়নগর, উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা –ময়মনসিংহ

৯। শাহজাহান, পিতা-মৃত আঃ হাই, স্থায়ী: গ্রাম- বিজয়নগর, উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ,

প্রত্যেক আসামীদের চালান মোতাবেক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে।