ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রিপন সরকার অর্জন করেছেন জেলার শ্রেষ্ঠ মামলা নিস্পত্তিকারী অফিসার হওয়ার গৌরব। নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের স্বীকৃতি হিসেবে তাকে এই সম্মাননা প্রদান করা হয়।
দীর্ঘদিন ধরে তিনি থানার বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার তদন্ত ও নিস্পত্তিতে বিশেষ ভূমিকা রেখে আসছেন। তার দক্ষতা ও মনোযোগী কাজের ফলে মামলা নিষ্পত্তির হার বেড়েছে এবং থানার সার্বিক কর্মদক্ষতাও আরও উন্নত হয়েছে।
পুরস্কার প্রাপ্তির পর এসআই রিপন সরকার বলেন, “এই অর্জন আমার একার নয়। এটি আমার থানার সকল সহকর্মীর সম্মিলিত প্রচেষ্টার ফল। এই স্বীকৃতি আমাকে আরও অনুপ্রাণিত করবে জনগণের সেবায় দায়িত্বশীল ভূমিকা রাখতে।”
তিনি ময়মনসিংহ জেলার মান্যবর পুলিশ সুপার কাজী আখতার উল আলম, সদর সার্কেল, কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ ও পুলিশ পরিদর্শক (তদন্ত) সহ সকল সহকর্মীর প্রতি কৃতজ্ঞতা জানান।
জেলা পুলিশের কর্মকর্তারা জানান, রিপন সরকারের এই সাফল্য থানার অন্যান্য সদস্যদেরও উৎসাহিত করবে নিষ্ঠা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করতে।
তাদের মতে, এই অর্জন প্রমাণ করে – অধ্যবসায়, সততা ও সঠিক দায়িত্ববোধই একজন অফিসারকে করে তোলে প্রকৃত সফল।

ইউটিভি ডেস্ক রিপোর্ট।।