প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫ । ১২:৩১ এম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ১ ডিসেম্বর ২০২৫, ১৬ অগ্রহায়ণ ১৪৩২

ময়মনসিংহে হারুন টাওয়ারের দোকান লুণ্ঠন: আংশিক মালামাল উদ্ধার, রিমান্ডের আসামি কারাগারে প্রেরণ

ইউটিভি ডেস্ক রিপোর্ট।।

ময়মনসিংহ শহরের হারুন টাওয়ার মার্কেটের ‘সাইম টেলিকম’ মোবাইল দোকান থেকে লুণ্ঠিত ৮৬ লাখ টাকার মালামালের মধ্যে আংশিক মালামাল উদ্ধার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। বুধবার (১৫ অক্টোবর) ভোরে হারুন টাওয়ারের মালিক গোলাম আম্বিয়া হারুনের বান্ডারী এলাকার নিজস্ব বাসার অব্যবহৃত একটি কক্ষ থেকে এসব সামগ্রী উদ্ধার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন কোতোয়ালী মডেল থানার ওসি (ইন্টিলিজেন্স) সজিব বারই এবং মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মাজহারুল ইসলাম।

পুলিশ জানায়, গত ২০ জুন দোকানের মালামাল লুণ্ঠনের ঘটনায় দোকান মালিক আতিকুর রহমান খান বাদী হয়ে কোতোয়ালী থানায় মামলা (নং–৭৯(৬)/২০২৫) দায়ের করেন। এ ঘটনায় প্রধান আসামি হারুন টাওয়ারের মালিকের ম্যানেজার তাপস সাহাকে ৬ জুলাই গ্রেপ্তার করা হয়। তার স্বীকারোক্তিতে আবু রায়হান জহির ও সাব্বির নামে দুইজনের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যায়।

গত ৯ অক্টোবর আবু রায়হান জহিরকে গ্রেপ্তার করে পুলিশ। রিমান্ডে জিজ্ঞাসাবাদের সময় তার দেওয়া তথ্যমতে ১৫ অক্টোবর ভোরে আনুমানিক ৫০ হাজার টাকার ফার্নিচার ও অন্যান্য আনুষঙ্গিক সামগ্রী উদ্ধার করা হয়।

ভুক্তভোগী আতিকুর রহমান খান বলেন, “বিবাদী হারুনের ছেলেদের সহযোগিতায় দোকানের মোবাইল ও ইলেকট্রনিক পণ্য বিভিন্ন স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। জামিনে থাকা প্রধান আসামিকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করলে বাকি লুণ্ঠিত মালামালও উদ্ধার সম্ভব।”

তিনি আরও জানান, লুণ্ঠনের সময় দোকানে থাকা নগদ টাকা, ব্যাংক চেক, বিদ্যুৎ বিল, দোকান ভাড়ার রশিদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্রও নিয়ে যাওয়া হয়। দোকানে থাকা বিভিন্ন ব্র্যান্ডের বাটন ও স্মার্টফোন, কম্পিউটার, সিসি ক্যামেরা, ফ্যান ও আসবাবপত্র এখনও নিখোঁজ।

অন্যদিকে, অভিযুক্ত গোলাম আম্বিয়া হারুন বলেন, “মামলাটি সত্য নয়। আদালতের নির্দেশে দোকানগুলো আমাকে বুঝিয়ে দেওয়া হয়েছিল। দোকানের মালামাল বাদী আগেই সরিয়ে নিয়েছেন। পুলিশ আমার বাসায় অভিযান চালিয়ে লুটপাট করেছে।”

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, “তদন্তের প্রমাণের ভিত্তিতেই উদ্ধার অভিযান পরিচালনা করা হয়েছে। আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে পুলিশ দায়িত্বশীলভাবে কাজ করছে।”

মামলার তদারকি কর্মকর্তা সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সোহরাওয়ার্দী হোসেন বলেন, “তদন্তে স্বচ্ছতা নিশ্চিত করতে নিয়মিত তদারকি চলছে। কিছু লুণ্ঠিত মালামাল উদ্ধার হয়েছে, বাকি জিনিসপত্রের অনুসন্ধান অব্যাহত রয়েছে।”

চেয়ারম্যান: তানভীর হাসান তপু ভারপ্রাপ্ত সম্পাদক: মো: আতিকুল ইসলাম। বার্তাকক্ষ: newsutvbd@gmail.com. কপিরাইট © ইউটিভি বাংলাদেশ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন