
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) কক্সবাজার জেলা শাখার ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়েছে। সভাপতি আব্দুল আলীম নোবেল (জেলা প্রতিনিধি জাতীয় দৈনিক আমাদের বাংলা) এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব হাবিবুর রহমান সোহেল (স্টাফ রিপোর্টার এশিয়ান টিভি)।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) কক্সবাজারের তারকামানের হোটেল রামাদায় সন্ধ্যায় কক্সবাজার এর সাংবাদিকদের উপস্থিতিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন এর কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব সোহেল আহমেদ, বিশেষ অতিথি কেন্দ্রীয় যুগ্ম সাধারন সম্পাদক মোশারফ হোসেন নিলু এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সোহাগ আরেফিনসহ কক্সবাজার জেলার সাংবাদিক নেতৃবৃন্দ।
উক্ত সভায় সকলের সর্বসম্মতি ক্রমে উপরোক্ত কমিটি গঠন করা হয়। উপস্থিত সকল সাংবাদিক নেতৃবৃন্দের উদ্দ্যেশ্যে কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব সোহেল আহমেদ সাংগঠনিক দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। তিনি সাংবাদিকদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। এই সময় নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক নিজেদের উপরে অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।