প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫ । ৬:২১ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫, ১৮ আশ্বিন ১৪৩২

ময়মনসিংহ সদরে “মেধা অন্বেষণ-২০২৫”: ইউএনও’র উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে নতুন আলোড়ন

ইউটিভি ডেস্ক রিপোর্ট।।

ময়মনসিংহ সদর উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের খুঁজে বের করতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো “মেধা অন্বেষণ-২০২৫” প্রতিযোগিতা। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল ইসলাম প্রিন্স এর উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই ব্যতিক্রমধর্মী প্রতিযোগিতা ইতোমধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক মহলে।

উপজেলার ১১টি ইউনিয়ন ও ময়মনসিংহ সিটি কর্পোরেশনের আওতাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী এবং ইউনিয়ন পর্যায়ের মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নেয়। এবারের আয়োজনটি মোট ৯টি ক্লাস্টারে বিভক্ত হয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়, যেখানে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রতিযোগিতায় প্রাণ সঞ্চার করে।

প্রতিটি ক্লাস্টার থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের নিয়ে আগামী ২২ সেপ্টেম্বর উপজেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার দ্বিতীয় ধাপ। সেদিন বাছাইকৃত শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে সনদপত্র ও পুরস্কার। অনুষ্ঠানে NAPE-এর মহাপরিচালক এবং ময়মনসিংহের জেলা প্রশাসক মহোদয়কে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিকা পারভীন জানান, “এই ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনার আগ্রহ বাড়াবে এবং তাদের ছোটবেলা থেকেই প্রতিযোগিতার মানসিকতায় গড়ে উঠতে সহায়তা করবে।”

একই সঙ্গে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বলেন, “আজকের এই আয়োজন শিক্ষার্থীদের জ্ঞানচর্চার নতুন দিগন্ত উন্মোচন করেছে। মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা এ প্রতিযোগিতার মাধ্যমে তাদের দক্ষতা যাচাইয়ের সুযোগ পেয়েছে।

উল্লেখ্য, এ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ ট্যাগ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। তাদের সম্মিলিত প্রচেষ্টার জন্য ইউএনও আরিফুল ইসলাম প্রিন্স আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ : শিক্ষায় যুগান্তকারী পদক্ষেপ:-

মেধা অন্বেষণ প্রতিযোগিতা ছাড়াও ইউএনও আরিফুল ইসলাম প্রিন্স সদরের শিক্ষার মানোন্নয়নে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছেন,

যার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো:

1. শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন ও তদারকি: ইউএনও নিয়মিত স্কুল পরিদর্শনের মাধ্যমে শিক্ষার্থীদের অগ্রগতি পর্যবেক্ষণ করে থাকেন।

2. মেধা অন্বেষণমূলক কার্যক্রম: শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা চিহ্নিত করতে নিয়মিত মেধা অন্বেষণ কার্যক্রম চালু রেখেছেন।

3. শিক্ষক, অভিভাবক ও প্রশাসনের সমন্বয়: তিন পক্ষের সমন্বয়ে গড়ে উঠেছে একটি শক্তিশালী শিক্ষা পরিবেশ।

4. শিক্ষাগত অবকাঠামো ও প্রশিক্ষণের উন্নয়ন: সরকারি ও বেসরকারিভাবে অবকাঠামো উন্নয়ন এবং শিক্ষকদের প্রশিক্ষণের ওপর জোর দেওয়া হচ্ছে।

5. বিশেষ সহায়তা প্রদান: হতদরিদ্র, প্রতিবন্ধী ও মেধাবী শিক্ষার্থীদের সরকারি সুবিধার আওতায় এনে বিভিন্নভাবে সহায়তা দেওয়া হচ্ছে।

ভবিষ্যতের আশাবাদ, ময়মনসিংহ সদর উপজেলায় এ ধরনের ব্যতিক্রমধর্মী আয়োজন শুধু মেধাবী শিক্ষার্থীদের খুঁজে বের করতেই নয়, বরং তাদের মধ্যে আত্মবিশ্বাস, প্রতিযোগিতার মনোভাব এবং ভবিষ্যতের স্বপ্ন দেখার সাহস জাগিয়ে তুলবে বলে মনে করছেন শিক্ষক ও অভিভাবকরা।

এ আয়োজন অব্যাহত রাখার জন্য শিক্ষানুরাগী ইউএনও আরিফুল ইসলাম প্রিন্সকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন বিভিন্ন পেশার সচেতন নাগরিকরা।

চেয়ারম্যান: তানভীর হাসান তপু ভারপ্রাপ্ত সম্পাদক: মো: আতিকুল ইসলাম। বার্তাকক্ষ: newsutvbd@gmail.com. কপিরাইট © ইউটিভি বাংলাদেশ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন