প্রকাশের সময়: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫ । ২:১৪ এম প্রিন্ট এর তারিখঃ রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২

ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার-১

ইউটিভি ডেস্ক রিপোর্ট।।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকালে ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নগরীর কোতোয়ালী থানাধীন আমলীতলা দিগারকান্দা এলাকায় ঢাকা টু ময়মনসিংহ মহাসড়কে ইউনাইটেড নামীয় যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে ৫৯৬০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মোঃ আবুল কালাম(৪১) কে গ্রেফতার করে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরাতে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন ময়মনসিংহ নগরীর মাসকান্দা ইউনাইটেড পরিবহনে মো: আব্দুল কালাম(৪১), পিতাঃ মৃত আব্দুল বেপারী, মাতাঃ মোছাঃ হালিমা খাতুন, সাং- উত্তর গালাহার, থানা- ঈশ্বরগঞ্জ, জেলা- ময়মনসিংহ ৫৯৬০ পিস ইয়াবা ট্যাবলেট নিয়ে ঢাকার উদ্দ্যেশে রওনা দেয়।

পরবর্তীতে টিম নিয়ে দিগারকান্দা বাইপাস এলাকায় ঢাকা টু ময়মনসিংহ মহাসড়কে নির্দিষ্ট ইউনাইটেড বাস থামিয়ে তল্লাশি করে ৫৯৬০ পিস ইয়াবা ও ০১ টি মোবাইল সেটসহ গ্রেফতার করা হয়।

অতঃপর উপ পরিদর্শক জনাব মোঃ আজগর আলী বাদী হয়ে আসামীর বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।

চেয়ারম্যান: তানভীর হাসান তপু ভারপ্রাপ্ত সম্পাদক: মো: আতিকুল ইসলাম। বার্তাকক্ষ: newsutvbd@gmail.com. কপিরাইট © ইউটিভি বাংলাদেশ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন