
শনিবার (৬ সেপ্টেম্বর ২০২৫) সন্ধ্যা ৭টায় নগরীর বাউন্ডারি রোডের মেজবান খানা ডিলাক্স গার্ডেনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগর শাখার উদ্যোগে ময়মনসিংহের গণমাধ্যম কর্মী ও মাল্টিমিডিয়া সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগর আমীর ও ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা কামরুল আহসান এমরুল।
সভায় তিনি বলেন, “গণমাধ্যম হচ্ছে সমাজের দর্পণ। একটি সুষ্ঠু ও কল্যাণমূলক সমাজ গঠনে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। তাই সঠিক সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজকে সঠিক পথে পরিচালিত করা অত্যন্ত জরুরি।”
তিনি আরও আশ্বাস দেন, ভবিষ্যতে সাংবাদিকদের কল্যাণ ও পেশাগত উন্নয়নে সর্বাত্মক সহযোগিতা করা হবে।
এ সময় ময়মনসিংহের বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার কর্মীরা উপস্থিত থেকে মতবিনিময়ে অংশগ্রহণ করেন।