প্রকাশের সময়: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫ । ১১:৪৭ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫, ১৮ আশ্বিন ১৪৩২

ময়মনসিংহে গণমাধ্যম কর্মী ও মাল্টিমিডিয়া সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ইউটিভি ডেস্ক রিপোর্ট।।

শনিবার (৬ সেপ্টেম্বর ২০২৫) সন্ধ্যা ৭টায় নগরীর বাউন্ডারি রোডের মেজবান খানা ডিলাক্স গার্ডেনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগর শাখার উদ্যোগে ময়মনসিংহের গণমাধ্যম কর্মী ও মাল্টিমিডিয়া সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগর আমীর ও ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা কামরুল আহসান এমরুল।

সভায় তিনি বলেন, “গণমাধ্যম হচ্ছে সমাজের দর্পণ। একটি সুষ্ঠু ও কল্যাণমূলক সমাজ গঠনে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। তাই সঠিক সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজকে সঠিক পথে পরিচালিত করা অত্যন্ত জরুরি।”

তিনি আরও আশ্বাস দেন, ভবিষ্যতে সাংবাদিকদের কল্যাণ ও পেশাগত উন্নয়নে সর্বাত্মক সহযোগিতা করা হবে।

এ সময় ময়মনসিংহের বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার কর্মীরা উপস্থিত থেকে মতবিনিময়ে অংশগ্রহণ করেন।

চেয়ারম্যান: তানভীর হাসান তপু ভারপ্রাপ্ত সম্পাদক: মো: আতিকুল ইসলাম। বার্তাকক্ষ: newsutvbd@gmail.com. কপিরাইট © ইউটিভি বাংলাদেশ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন