
ময়মনসিংহ সদর উপজেলার ৭নং চর নিলক্ষীয়া ইউনিয়নের পাড়ালক্ষীপুর হাফিজিয়া মাদ্রাসা মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় মহানগর যুবদল নেতা মহসিন আলমের সভাপতিত্বে ও নোমান ইবনে লতিবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপি’র সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম শহীদ, সহ সাধারণ সম্পাদক মোঃ মাহমুদুল হাসান রাসেল, ওয়ার্ড বিএনপি সাবেক সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মোতালেব।
এছাড়াও মহানগর ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থীরাসহ স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের উপস্থিতিতে আলোচনা সভা জনসভায় পরিনত হয়।