প্রকাশের সময়: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫ । ৪:৫৮ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫, ১৮ আশ্বিন ১৪৩২

ময়মনসিংহে মাদ্রাসার সাইনবোর্ড লাগিয়ে অনুদানের টাকা উত্তোলন

ইউটিভি ডেস্ক রিপোর্ট।।

ময়মনসিংহে সদরে ভাবখালী ইউনিয়নে চুরখাই একটি ভবনে জামিয়া হাজেরা মহিলা মাদ্রাসা উন্নয়নের সাইনবোর্ড লাগিয়ে জেলা পরিষদ থেকে ২লাখ টাকা অনুদান হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে আলহাজ্ব হযরত মাওঃ মুফতি নজরুল ইসলামের বিরুদ্ধে।

সরেজমিনে তদন্তে দেখা যায় একটি ভবনে মাদ্রাসার সাইনবোর্ড লাগানো থাকলেও প্রতিষ্ঠানের দৃশ্যমান কোন চিত্রের দেখা মিলেনি।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একজন আলেম জানায়, এটা আবাসিক একটি বাসা, মুফতি সাহেবের আরেকটি মাদ্রাসা আছে, সেখান থেকে কিছু শিক্ষার্থী এনে অফিস মেইনটেইন করে অনুদানের টাকা হাতিয়ে নেয়।

তবে মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব হযরত মাওঃ মুফতি নজরুল ইসলাম জানিয়েছেন মাদ্রাসা নতুন প্রতিষ্ঠা করেছি, ২০/৩০ জন শিক্ষার্থী আছে।

অনুদানের বিষয়ে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি বলেন, অনুদানের টাকা একবারে দেওয়া হয়না, প্রথম কিছু দেওয়া হয় পরে কাজ দেখে বাকি টাকার চেক প্রদান করা হয়। তবুও বিষয়টি তদন্ত করে দেখবো।

চেয়ারম্যান: তানভীর হাসান তপু ভারপ্রাপ্ত সম্পাদক: মো: আতিকুল ইসলাম। বার্তাকক্ষ: newsutvbd@gmail.com. কপিরাইট © ইউটিভি বাংলাদেশ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন