
ময়মনসিংহ মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে মঙ্গলবার (১৯ আগস্ট) বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
১৯৮০ সালের ১৯ আগস্ট বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিভিন্ন দুর্যোগ ও বিপর্যয়ের সময় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠা করেন। এ উপলক্ষে নগরীর নতুন বাজারস্থ বিএনপির কার্যালয়ের সামনে আয়োজন করা হয় প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি।
মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সামী পাটোয়ারী জনির নেতৃত্বে একটি বিশাল মিছিল নিয়ে নেতাকর্মীরা কর্মসূচিতে যোগ দেন। এছাড়াও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা মিছিল নিয়ে কর্মসূচিতে যোগ দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক এ কে এম শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শামীম আজাদ ও মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিনুল ইসলাম ফয়সাল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জি এস মাহবুব।
প্রধান অতিথির বক্তব্যে এ কে এম শফিকুল ইসলাম বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী সফল হোক। দেশের এই ক্রান্তিকালে সকল অনিয়ম, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে সব সময় সোচ্চার থাকবে ময়মনসিংহ মহানগর স্বেচ্ছাসেবক দল।”
পরে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য র্যালির উদ্বোধন করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কর্মসূচি সমাপ্ত হয়।