প্রকাশের সময়: রবিবার, ১০ আগস্ট, ২০২৫ । ৮:৩৩ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫, ১৮ আশ্বিন ১৪৩২

ময়মনসিংহ বোর্ডে নতুন জিপিএ-৫ পেলেন ১৬৬, ফেল থেকে পাস ২১০ জন

ইউটিভি ডেস্ক রিপোর্ট।।

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ হয়েছে। এতে ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে ফেল থেকে পাস করেছেন ২১০ জন। নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ১৬৬ জন। এর মধ্যে একজন ফেল থেকে জিপিএ-৫ পেয়েছেন ১ জন।

রোববার (১০ আগস্ট) সকাল ১০ টায় পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে।

ময়মনসিংহ বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক সৈয়দ মাহবুবুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এবার ৪৬ হাজার ৬৬৪ টি খাতা চ্যালেঞ্জের আবেদন করেছিলেন শিক্ষার্থীরা। এ আবেদনের মধ্যে নম্বর পরিবর্তন হয়েছে ১ হাজার ৫০৫ জনের। ফেল থেকে পাস করেছেন ৪৮ জন। এছাড়া নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৩৫ জন শিক্ষার্থী।

চেয়ারম্যান: তানভীর হাসান তপু ভারপ্রাপ্ত সম্পাদক: মো: আতিকুল ইসলাম। বার্তাকক্ষ: newsutvbd@gmail.com. কপিরাইট © ইউটিভি বাংলাদেশ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন