প্রকাশের সময়: শনিবার, ১৯ জুলাই, ২০২৫ । ১২:৪১ এম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫, ১৮ আশ্বিন ১৪৩২

“জুলাই কারোও বাপের না”- ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি

ইউটিভি ডেস্ক রিপোর্ট।।

ময়মনসিংহের সাগর, মাহিন, রাজু হত্যার বিচারের দাবীতে এবং দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি’র কালো ব্যাজ ধারণ মিছিল অনুষ্ঠিত হয়।

শুক্রবার (১৮ জুলাই) বিকেলে টাউন হল মোড় থেকে নগরীর প্রধান প্রধান সড়কগুলোতে মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীদের পরিহিত গেঞ্জিতে ‘জুলাই কারোও বাপের না’ লিখা স্লোগানে কালো পতাকা হাতে নিয়ে দিবসটি পালন করতে দেখা যায়।

বিগত শেখ হাসিনা সরকারের ফ্যাসিস্ট বিরোধী গনতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বিএনপি, অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আত্মহুতির বিনিময়ে জুলাই আগস্ট ২০২৪ সালে শেখ হাসিনার সরকারের পতনের মধ্যদিয়ে কতিপয় ছাত্র নেতাদের জুলাই আন্দোলন নিজেদের মনে করায়, “জুলাই বিপ্লব” কারোও বাপের নয় বলে সমাবেশে মন্তব্য করেন দক্ষিণ জেলা বিএনপির নেতৃবৃন্দরা।

নেতৃবৃন্দরা বলেন, শেখ হাসিনা সরকার পতনে সকল রাজনৈতিক দলের ন্যায় বিএনপির ভুমিকা ছিল উল্লেখযোগ্য।

মিছিলের অগ্রভাগে নেতৃত্ব দেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি’র আহ্বায়ক জাকির হোসেন বাবলু, সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।

চেয়ারম্যান: তানভীর হাসান তপু ভারপ্রাপ্ত সম্পাদক: মো: আতিকুল ইসলাম। বার্তাকক্ষ: newsutvbd@gmail.com. কপিরাইট © ইউটিভি বাংলাদেশ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন