
ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নান্দাইল উপজেলা বিএনপির আহবায়ক জনাব ইয়াসের খান চৌধুরীর নির্দেশে এবং উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মমতাজুল হাসান( সোহেল) এর নেতৃত্বে বুধবার (১৬ই জুলাই) বিকেলে উপজেলার ১৩ নং চর বেতাগৈর ইউনিয়নে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি ত্রিশাল টু তাড়াইল মহাসড়কের আতাউর এর মোড় ইউনিয়ন বিএনপি কার্যালয়ের সামনে থেকে মহাসড়কের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে খালেকের মোড় হয়ে ইউনিয়ন বিএনপি’র কার্যালয়ের সামনে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে বক্তব্য রাখেন নান্দাইল উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মমতাজুল হাসান (সোহেল), ইউনিয়ন বিএনপি নেতা মোস্তাকিম হোসেন হান্নান, হাজী আব্দুল মালেক লিটন, হাফেজ বিল্লাল হোসেন, মোঃ লিটন মিয়া, উপজেলা যুবদল নেতা মাহমুদুল হাসান (আপেল), ইউনিয়ন যুবদল নেতা মোঃ সবুজ মিয়া ও ছাত্রদল নেতা রিয়াজ।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি নেতা বাচ্চু শিকদার, ফারুক হোসেন,লিটন, সাইদুল সর্দার, খোকন সরদার ,হাসিমুদ্দীন বেপারী, আব্দুল জলিল, সুরুজ সরদার ,লুৎফুর রহমান, যুবদল নেতা আব্দুল কাইয়ুম, স্বেচ্ছাসেবক দল নেতা আনোয়ার সরদার প্রমুখ।
উপস্থিত নেতাকর্মীরা বলেন, “স্বাধীনতার ঘোষক এবং বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবির উপর পা দিয়ে তারা ছবিকে অবমাননা করেনি বরং পুরো বাংলাদেশকে অপমান করেছে কিছু কুচক্রী গোষ্ঠী। আমরা তাদের স্পষ্ট করে বলে দিচ্ছি বিভিন্ন গণমাধ্যমে যারা কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছেন তাদেরকে সাবধান করছি এবং তারই প্রতিবাদে আজকের এই প্রতিবাদ সমাবেশ। পাশাপাশি আমরা তাদেরকে বলে দিচ্ছি আপনারা এসব মন্তব্য থেকে বিরত হোন আর যদি বিরত না হোন তাহলে আমরা এর সঠিক এবং উপযুক্ত জবাব দিবো ইনশা আল্লাহ্।”