
ময়মনসিংহ নগরীর চরপাড়া এলাকায় নির্মাণাধীন একটি ভবনের লিফট স্থাপনার কাজ চলাকালীন সময় ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। শুক্রবার (১১ জুলাই) দুপুরে একটি নির্মাণাধীন ভবনে এই ঘটনা ঘটে।
সরেজমিনে গেলে জানা যায়, লিফট স্থাপনার কাজ করার সময় উক্ত দুর্ঘটনা ঘটেছে এবং ঘটনাস্থলেই একজন শ্রমিকের মৃত্যু হয়। আহত হয়েছেন আরও দুই শ্রমিক।
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। নিহত শ্রমিকের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।