প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫ । ৯:৩৩ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫, ১৮ আশ্বিন ১৪৩২

ময়মনসিংহ শিক্ষা বোর্ডের ফলাফল, পাশের হার ৫৮.২২%

ইউটিভি ডেস্ক রিপোর্ট।।

২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফল আজ বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে শিক্ষা বোর্ডগুলো। ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে এ বছর পরীক্ষায় অংশ নিয়েছিল মোট ১,০৫,৫৫৮ জন শিক্ষার্থী, যাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৬১,৪৫৬ জন। এই বোর্ডের গড় পাশের হার ৫৮.২২ শতাংশ, যা দেশের অন্যান্য বোর্ডের তুলনায় নিচের দিকে অবস্থান করছে।

ময়মনসিংহ শিক্ষা বোর্ডে ছাত্রদের চেয়ে এগিয়ে ছাত্রীরা ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, ছাত্রদের মধ্যে মোট ৫৩,৭৭২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাস করেছে ২৯,৬১২ জন, পাশের হার ৫৫.০৭ শতাংশ। অপরদিকে, ছাত্রীদের অংশগ্রহণ ছিল ৫১,৭৮৬ জন, যাদের মধ্যে পাস করেছে ৩১,৮৪৪ জন, পাশের হার ৬১.৪৯ শতাংশ। ফলে মেয়ে শিক্ষার্থীরা এবারও ছেলেদের তুলনায় এগিয়ে রয়েছে।

এ বছর ময়মনসিংহ বোর্ডে সর্বোচ্চ গ্রেড জিপিএ-৫ অর্জন করেছে ৬,৬৭৮ জন শিক্ষার্থী, যা মোট উত্তীর্ণদের ৬.৩৩ শতাংশ।

দেশজুড়ে ফলাফলে বড় পতন হয়েছে বলে মনে করা হচ্ছে। এবার সারাদেশের গড় পাশের হার ৬৮.৪৫ শতাংশ, যা গত বছরের তুলনায় প্রায় ১৫ শতাংশ কম (২০২৪ সালে পাশের হার ছিল ৮৩.০৪%)। মেয়ে শিক্ষার্থীদের পাশের হার ৭১.০৩ শতাংশ এবং ছেলেদের ৬৫.৮৮ শতাংশ, যা আবারো মেয়েদের অগ্রগামিতা নির্দেশ করে।

ফলাফলে কোনো অসঙ্গতি বা ভুল সংশোধনের জন্য শিক্ষার্থীরা আগামী ১১ জুলাই থেকে ১৭ জুলাই পর্যন্ত বোর্ড চ্যালেঞ্জ (রি-রিভিউ) আবেদন করতে পারবে। এ আবেদন করতে হবে শুধুমাত্র TeleTalk সিম ব্যবহার করে SMS-এর মাধ্যমে। প্রতি বিষয়ে আবেদন ফি ১৫০ টাকা। আবেদন করতে হবে এইভাবে:

উদাহরণ: RSC MYM 123456 101

এরপর ফিরতি SMS-এ পাওয়া PIN দিয়ে লিখতে হবে:

RSC YES PIN 123456

SMS পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।

ময়মনসিংহের শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মো: শহীদুল্লাহ প্রেস নোটে বলেন, “এবারের এসএসসি পরীক্ষায় ময়মনসিংহ বোর্ডে কঠোর নজরদারি ও নকল প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। শিক্ষা বোর্ড, জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, শিক্ষক ও পরীক্ষক সবাই মিলেই পরীক্ষাকে করেছে স্বচ্ছ ও অনিয়মমুক্ত, যা শিক্ষা ব্যবস্থার প্রতি আস্থাকে আরও দৃঢ় করেছে।”

ময়মনসিংহ শিক্ষা বোর্ডের ফলাফল পরিসংখ্যান:

পরীক্ষার্থী: ১,০৫,৫৫৮ জন

উত্তীর্ণ: ৬১,৪৫৬ জন

পাশের হার: ৫৮.২২%

জিপিএ-৫: ৬,৬৭৮ জন

ছাত্রীদের পাশের হার: ৬১.৪৯% | ছাত্রদের: ৫৫.০৭%

চেয়ারম্যান: তানভীর হাসান তপু ভারপ্রাপ্ত সম্পাদক: মো: আতিকুল ইসলাম। বার্তাকক্ষ: newsutvbd@gmail.com. কপিরাইট © ইউটিভি বাংলাদেশ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন