প্রকাশের সময়: বুধবার, ৯ জুলাই, ২০২৫ । ৬:০৮ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫, ১৮ আশ্বিন ১৪৩২

ময়মনসিংহে দুই আ.লীগ নেতা গ্রেপ্তার

ইউটিভি ডেস্ক রিপোর্ট।।

জুলাই আন্দোলনে ময়মনসিংহের প্রথম শহীদ রোদোয়ান হাসান সাগর (২৩) হত্যা মামলা এবং বিএনপির অফিস ভাঙচুর মামলায় দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা পৃথক দুটি মামলার এজাহারভুক্ত আসামি বলে জানা গেছে।

মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে নগরীর চরপাড়া এলাকায় অভিযান চালিয়ে এই আসামিদের গ্রেপ্তার করে কোতোয়ালি মডেল থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- ময়মনসিংহ-৪ (সদর) আসনের পলাতক সাবেক সংসদ সদস্য মোহিত উর রহমান শান্তর ঘনিষ্ঠজন ও আওয়ামী লীগ নেতা খন্দকার বাকী বিল্লাহ (৪৫) এবং মহানগর যুবলীগের সদস্য মো: তানভীর আহমেদ সিদ্দিকী (৪৪)।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম আসামিদের গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি ঢাকা বলেন, খন্দকার বাকী বিল্লাহ শহীদ সাগর হত্যা মামলার আসামি। এছাড়াও তানভীর আহমেদ সিদ্দিকী বিএনপির কার্যালয় ভাঙচুর মামলার আসামি। তারা দুজনেই বিগত ৫ আগস্টের পর গ্রেপ্তার এড়াতে পালিয়ে ছিলেন। তবে গোপন সংবাদে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ প্রক্রিয়াধীন।

চেয়ারম্যান: তানভীর হাসান তপু ভারপ্রাপ্ত সম্পাদক: মো: আতিকুল ইসলাম। বার্তাকক্ষ: newsutvbd@gmail.com. কপিরাইট © ইউটিভি বাংলাদেশ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন