প্রকাশের সময়: শনিবার, ২৮ জুন, ২০২৫ । ৩:০১ এম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫, ১৮ আশ্বিন ১৪৩২

নবগঠিত জাসাস ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার পরিচিতি সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

ইউটিভি ডেস্ক রিপোর্ট।।

ময়মনসিংহ দক্ষিণ জেলা জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর নবগঠিত জেলা শাখার পরিচিতি সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে প্রাণবন্ত পরিবেশে। জাতীয়তাবাদী আদর্শে উজ্জীবিত এই আয়োজন একদিকে যেমন সাংগঠনিক শক্তির প্রতিফলন ঘটায়, অন্যদিকে স্থানীয় সাংস্কৃতিক চর্চাকেও নতুন গতিপথ দেয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জাকির হোসেন বাবলু, আহ্বায়ক, জাতীয়তাবাদী দল, ময়মনসিংহ দক্ষিণ জেলা। তিনি বলেন, “জাতীয়তাবাদী সাংস্কৃতিক আন্দোলন শুধু রাজনীতির বাহন নয়, এটি একটি মূল্যবোধ ও মানবিকতার প্রতিচ্ছবি। আজকের এই আয়োজন প্রমাণ করে যে জাসাস নবজাগরণের পথে এগিয়ে যাচ্ছে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ রোকনুজ্জামান সরকার রোকন, সদস্য সচিব, জাতীয়তাবাদী দল, ময়মনসিংহ দক্ষিণ জেলা এবং ফারহানা চৌধুরী বেবি, যুগ্ম আহ্বায়ক, জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটি।

সভাপতিত্ব করেন খন্দকার মহিউদ্দিন আহমেদ মঈন, সভাপতি, জাসাস, ময়মনসিংহ দক্ষিণ জেলা।

সার্বিক সঞ্চালনায় ছিলেন সাব্বিরুল ইসলাম, সাধারণ সম্পাদক, জাসাস, ময়মনসিংহ দক্ষিণ জেলা।

আয়োজন জুড়ে চলে দেশের গান, আবৃত্তি ও গণসংগীত পরিবেশনা। নতুন প্রজন্মের শিল্পীরা ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ’, সহ জাতীয়তাবাদী চেতনার গান পরিবেশন করেন, যা দর্শক-শ্রোতার হৃদয় ছুঁয়ে যায়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “সংস্কৃতি হল সমাজের আত্মা। জাসাস সেই আত্মার রক্ষাকবচ হয়ে কাজ করবে। সংস্কৃতি ছাড়া রাজনীতি বোধগম্য নয়। নবগঠিত কমিটি আগামী দিনে ময়মনসিংহে সাংস্কৃতিক বিপ্লব ঘটাবে।”

এই পরিচিতি সভায় শুধু সাংগঠনিক দিক থেকে নয়, সাংস্কৃতিক বন্ধন ও জাতীয়তাবাদী চেতনার বিকাশেও একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে বলে মত প্রকাশ করেন স্থানীয় বিশিষ্টজনেরা।

চেয়ারম্যান: তানভীর হাসান তপু ভারপ্রাপ্ত সম্পাদক: মো: আতিকুল ইসলাম। বার্তাকক্ষ: newsutvbd@gmail.com. কপিরাইট © ইউটিভি বাংলাদেশ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন