
মঙ্গলবার (৩ মে) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ময়মনসিংহ এর সহকারী পরিচালক মোঃ কাওসারুল হাসান রনি এর নেতৃত্বে কোতোয়ালী মডেল থানাধীন ১৫ নং জেসি গুহ রোডস্থ এলাকায় অভিযান পরিচালনা করে, MOHAMMAD MOTORS নামীয় দোকানের সামনে থেকে ২৪ বোতল ভারতীয় মদসহ রহিম নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
উক্ত অভিযানে ১২ বোতল Mcdowells Blended whisky এবং ১২ বোতল Ac Black ব্র্যান্ডের ভারতীয় মদ এবং মাদক ব্যবসা কাজে ব্যবহৃত ১টি মোবাইলসহ আসামী মোঃ আব্দুর রহিম (২১), পিতা- হাবিবুর রহমান, মাতা- মোছাঃ রেসিনা আক্তার, থানা- দূর্গাপুর, জেলা- নেত্রকোনা কে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেন।