প্রকাশের সময়: রবিবার, ১ জুন, ২০২৫ । ২:২৩ এম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫, ১৮ আশ্বিন ১৪৩২

বসতবাড়ি থেকে ৬৪ বস্তা সরকারি চাল উদ্ধার, পালালেন ব্যবসায়ী

ইউটিভি ডেস্ক রিপোর্ট।।

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় আইনাল হক নামে এক ব্যবসায়ীর বসতবাড়ি থেকে ভিজিডি ও ভিজিএফের জন্য বরাদ্দকৃত ৬৪ বস্তা চাল জব্দ করেছে পুলিশ। আজ শনিবার ভোরে ভবানীপুর ইউনিয়নের কান্দানিয়া কচুয়ার মোড় এলাকা থেকে এসব বস্তায় মোট ২ হাজার ৭৬০ কেজি চাল জব্দ করা হয়। তবে এর সঙ্গে জড়িত কাউকে তাৎক্ষণিকভাবে আটক করা যায়নি।

পুলিশ জানায়, ওই বাড়িতে সরকারি চাল মজুত রাখা হয়েছে, এমন খবরে অভিযান চালায় পুলিশ। পরে আজ ভোরে ৫০ কেজি চালের সরকারি সিলযুক্ত ২০ বস্তা ও ৪৪টি আলাদা বস্তায় ৪০ কেজি করে মোট ২ হাজার ৭৬০ কেজি চাল উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান আইনাল হক।

বিষয়টি নিশ্চিত করে ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রকনুজ্জামান বলেন, সরকারিভাবে বিতরণের জন্য ভিজিডি ও ভিজিএফ প্রকল্পের এসব চাল হয়তো কারও কাছ থেকে কিনে মজুত করা হয়েছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত আইনাল পালিয়েছেন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় একটি মামলার প্রস্তুতি নিচ্ছে। এসব চাল কীভাবে সেখানে গেল এবং এর সঙ্গে জড়িতদের বিষয়ে তদন্ত চলছে।

চেয়ারম্যান: তানভীর হাসান তপু ভারপ্রাপ্ত সম্পাদক: মো: আতিকুল ইসলাম। বার্তাকক্ষ: newsutvbd@gmail.com. কপিরাইট © ইউটিভি বাংলাদেশ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন