প্রকাশের সময়: শনিবার, ১৭ মে, ২০২৫ । ৫:০০ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫, ১৮ আশ্বিন ১৪৩২

বসতবাড়ির চারপাশে কাঁটাতারের বেড়া, ঘরবন্দি একাধিক পরিবার

ইউটিভি ডেস্ক রিপোর্ট।।

ময়মনসিংহ সদর উপজেলার ৭নং চর নিলক্ষীয়া ইউনিয়নের চর পুলিয়ামারী গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক পরিবারকে ঘরবন্দি করে রেখেছে স্থানীয় এক প্রভাবশালী গোষ্ঠী। শুধু তাই নয়, পরিবারের সদস্যদের চলাফেরা বন্ধ করতে কাঁটাতার বসানোর হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী ইসরাফিল (৬৫)।

অভিযোগে উল্লেখ করেন, ইসরাফিল(৬৫), পিতা: মৃত তমিজ উদ্দিন বেপারী, গত তিন মাস যাবৎ একই গ্রামের কিছু ব্যক্তি পূর্ব শত্রুতার জেরে তার বসতবাড়ির চারপাশে বাঁশের বেড়া দিয়ে চলাচলের পথ বন্ধ করে দিয়েছে। এমনকি ১২ মে সকাল ৯টায় দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বিবাদীরা তার বাড়িতে অনধিকার প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেয়।

অভিযোগে তিনি আরও উল্লেখ করেন, বিবাদীরা হুমকি দিয়ে বলে যে, যদি কেউ প্রতিবাদ করে বা আইনের আশ্রয় নেয়, তাহলে তাদের হাত-পা কেটে ফেলা হবে এবং পুরো পরিবারকে খুন করে লাশ গুম করে ফেলা হবে। এমন পরিস্থিতিতে পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে। এমনকি শুক্রবারের নামাজ আদায় করতেও ঘর থেকে বের হতে পারেননি তারা।

এ বিষয়ে স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের মাধ্যমে মীমাংসার চেষ্টা করেও ব্যর্থ হন ইসরাফিল। অভিযোগে ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে, যাদের মধ্যে রয়েছে মো. শাহীন আলম, মো. আনোয়ার হোসেন, মো. নুরুল ইসলাম, মো. সিরাজুল ইসলাম, মো. আফজাল হোসেন, মো. আসাদ মিয়া, মো. আপেল মিয়া, মো. পারভেজ মিয়া, সানি মিয়া, মো. রফিকুল ইসলাম ও মো. সাদ্দাম হোসেন। এছাড়াও আরও ১০-১২ জন অজ্ঞাত ব্যক্তি ছিল বলে জানা যায়।

স্থানীয়সূত্রে জানা যায়, এ ধরনের হুমকি ও হয়রানি এলাকার শান্তিপূর্ণ পরিবেশকে বিঘ্নিত করছে। তারা প্রশাসনের কাছে বিষয়টি দ্রুত নিষ্পত্তির জন্য হস্তক্ষেপ কামনা করেন।

এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী। এ ব্যাপারে কোতোয়ালী মডেল থানার তদন্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

চেয়ারম্যান: তানভীর হাসান তপু ভারপ্রাপ্ত সম্পাদক: মো: আতিকুল ইসলাম। বার্তাকক্ষ: newsutvbd@gmail.com. কপিরাইট © ইউটিভি বাংলাদেশ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন