প্রকাশের সময়: সোমবার, ১২ মে, ২০২৫ । ৮:৪১ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫, ১৮ আশ্বিন ১৪৩২

ময়মনসিংহ কোতোয়ালী পুলিশের অভিযানে অন্যান্য ও হত্যা মামলার আসামীসহ গ্রেফতার-৪

ইউটিভি ডেস্ক রিপোর্ট।।

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে ইং- ১২ /০৫/২০২৫ তারিখ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া মোট ০৪ জন আসামী গ্রেফতার করা হয়। একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: শফিকুল ইসলাম খান।

পুলিশ পরিদর্শক(নিঃ) মোঃ আবুল হোসেন, আইসি-৩নং পুলিশ ফাঁড়ি সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া হত্যা মামলার আসামী ১। আক্কাস আলী (৪৫), পিতা-সিদ্দিক মিয়া, মাতা-রেজিয়া খাতুন, সাং-গন্দ্রপা বড়বাড়ী, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে অত্র থানা এলাকা হইতে গ্রেফতার করেন।

এসআই(নিঃ) মোঃ আন্নান উল আলম সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১। আনোয়ার হোসেন (৩৫), পিতা-মোঃ আঃ জলিল, মাতা-মোছাঃ হাজেরা খাতুন, সাং-কাটাবাড়ী, ইউপি নং-৫, গাজীর বিটা, ২। মোঃ হুমায়ুন কবির (৩৬), পিতা-মোঃ রুহুল আমিন, মাতা-মোছাঃ মাজেদা খাতুন, সাং-কালিয়ানীকান্দা, ইউপি নং-৪, উভয় থানা-হালুয়াঘাট, জেলা-ময়মনসিংহ, ৩। মোঃ মেহেদী হাসান রাতুল (২১), পিতা-মোঃ ইলিয়াস ঢালী, মাতা-মোসা রত্না, সাং-দূর্গাপুর, থানা-দূর্গাপুর, জেলা-নেত্রকোণা, এ/পি আকুয়া মোড়লপাড়া (মাজারের পাশে), থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদেরকে অত্র থানা এলাকা হইতে গ্রেফতার করেন।

প্রত্যেক আসামীদের চালান মোতাবেক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে।

চেয়ারম্যান: তানভীর হাসান তপু ভারপ্রাপ্ত সম্পাদক: মো: আতিকুল ইসলাম। বার্তাকক্ষ: newsutvbd@gmail.com. কপিরাইট © ইউটিভি বাংলাদেশ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন