
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে ইং- ০১ /০৫/২০২৫ তারিখ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া মোট ০৯ জন আসামী গ্রেফতার করা হয়। একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: শফিকুল ইসলাম খান।
এসআই (নিঃ) মাহবুব আলম ফকির সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১। মোঃ মোকছেদুল হোসেন (৩৭), পিতা-মোঃ আয়াত আলী, মাতা-মোছাঃ মোমেনা খাতুন, সাং-ভূগলী, ২। মোঃ মঞ্জুরুল ইসলাম (৩৫), পিতা-মোঃ নুরুল ইসলাম, মাতা-মেহেরুন্নেছা, সাং-সেনেরচর, ওয়ার্ড নং-০৩, ইউপি-অষ্টাধর, উভয় থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদ্বয়কে অত্র থানা এলাকা হইতে গ্রেফতার করেন।
এসআই (নিঃ) মোঃ মোজাম্মেল হোসেন সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১। শাহজাহান মনির (৩৮), (যুগ্ম আহবায়ক, চর সিরতা ইউনিয়ন যুবলীগ), পিতা-মৃত আব্দুল গণি, মাতা-মোছাঃ নুরুন্নাহার বেগম, সাং-চর দূর্গাপুর (৫নং সিরতা ইউনিয়ন), থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে অত্র থানা এলাকা হইতে গ্রেফতার করেন।
এসআই (নিঃ) কুমোদলাল দাস সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১। মোঃ সুমন মিয়া(৩০), পিতা-আব্দুল গনি, সাং-চর হরিপুর (চর ঈশ্বরদিয়া ইউপি, ৪নং ওয়ার্ড), থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে অত্র থানা এলাকা হইতে গ্রেফতার করেন।
এসআই (নিঃ) জেনিফার আহম্মেদ সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১। মানিক মিয়া(৩২), পিতা-ইদ্রিস আলী, সাং-চুরখাই নামাপাড়া, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ কে অত্র থানা এলাকা হইতে গ্রেফতার করেন।
এএসআই (নিঃ) মোঃ সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১। মোঃ রুবেল (৪৪), পিতা-মৃত সিন্দু মিয়া, মাতা-মালেকা, সাং-গোহাইলকান্দি জামতলা মোড়, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ, ২। মোঃ ফারুক হোসেন (৪০), পিতা-মৃত আরশাদ আলী, মাতা-ফাতেমা খাতুন, সাং-কাশর, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদ্বয় কে অত্র থানা এলাকা হইতে গ্রেফতার করেন।
ইহাছাড়াও এসআই মোঃ আব্দুল হক, এএসআই শওকত হোসেন সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ০২টি গ্রেফতারী পরোয়ানা ভূক্ত আসামীদের গ্রেফতার করেন।
পরোয়ানা ভূক্ত আসামীর নাম ও ঠিকানা-
১। শান্ত দাস(২৮), পিতা-সমীর দাস , স্থায়ী : গ্রাম- নওমহল (১১৭নং সারদা ঘোষ রোড) , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা –ময়মনসিংহ
২। মোঃ নজরুল ইসলাম (), পিতা-সামুদ আলী, স্থায়ী: গ্রাম-মাইজ বাড়ী (মাঝিবাড়ী, মধ্যপাড়া, ডাক-রহমত পুর,) , উপজেলা/থানা-কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ
প্রত্যেক আসামীদের চালান মোতাবেক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে।