প্রকাশের সময়: রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫ । ৯:১৩ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫, ১৮ আশ্বিন ১৪৩২

ময়মনসিংহে সন্ত্রাসীদের ছোবলে ভেঙে গেছে উদ্যোক্তার স্বপ্ন!

ইউটিভি ডেস্ক রিপোর্ট।।

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কানিহারি ইউনিয়নে পূর্ব শত্রুতার জের ধরে বিয়ার্তা উত্তরের চরে মোঃ খাইরুল বাশার হামীম এর মালিকানাধীন “জাহির এগ্রো ফার্মে” দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালিয়ে ছাগলের সেডঘর ভাংচুর, একটি স্টুডিও রুমে থাকা ক্যামেরা, ল্যাপটপ, এসি, ফ্রিজ ভাঙচুর ও অগ্নিসংযোগসহ মূল্যবান, দুর্লভ ঔষধি ও ফলজ গাছের চারা কর্তনসহ ফিশারীর মাছ ও ৫০টির অধিক ছাগল লুটপাট করে নিয়েগেছে একদল দুর্বৃত্তরা। এতে অন্তত ১৫ লাখ টাকার ক্ষতি সাধন করা হয়েছে। মুহূর্তে ঝড়ে পরেছে এক উদ্যোক্তার স্বপ্ন।

শনিবার (১২ এপ্রিল) বেলা আনুমানিক ১২ ঘটিকার সময় এ ঘটনাটি ঘটে।

এ বিষয়ে মোঃ রাজন মিয়া, ইমতিয়াজ হাসান রাজিব ফারুক মাস্টার, মোঃ শুভ মিয়া, সাকিব্বর আহম্মেদ তানিম, আশরাফুল আলম, আরিফ মীর, রতন দড়ি, কফিল উদ্দিন, আলম মিয়া, কামাল মিয়াসহ অজ্ঞাতনামা ১০/১৫ জনের বিরুদ্ধে ভুক্তভোগী মোঃ খাইরুল বাশার হামীমের মা খাদিজা খাতুন বাদী হয়ে ত্রিশাল থানায় একটি মামল দায়ের করেছেন। ত্রিশাল থানার মামলা নং- ১৮/২০২৫।

এবিষয়ে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন এই ঘটনার প্রেক্ষিতে উভয় পক্ষে পাল্টাপাল্টি মামলা করেছে, আসামীদের গ্রেফতারে চেষ্টা অব্যাহত রয়েছে।

চেয়ারম্যান: তানভীর হাসান তপু ভারপ্রাপ্ত সম্পাদক: মো: আতিকুল ইসলাম। বার্তাকক্ষ: newsutvbd@gmail.com. কপিরাইট © ইউটিভি বাংলাদেশ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন