
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে ইং- ১৮ /০৪/২০২৫ তারিখ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া মোট ০৮ জন আসামী গ্রেফতার করা হয়। একটি প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: শফিকুল ইসলাম খান।
এসআই (নিঃ) মোঃ হাফিজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া চুরি মামলার আসামী ১। মোঃ আল আমিন (৩০), পিতা-মোঃ নজরুল ইসলাম, মাতা-মৃত আনোয়ারা বেগম, সাং-অপোতোয়া জংগল, ১৪নং বিলজোড়া ইউনিয়ন, এ/পি সাং-বড় কালিবাড়ী লোকনাথ মন্দিরের পিছনে জনৈক মোঃ জুলহাস (বাসার মালিক) এর বাসায় ভাড়াটিয়া, থানা-কোতোয়ালী, ২। মোঃ চান মিয়া (৪২), পিতা-মৃত আহম্মেদ আলী, মাতা-মোছাঃ কুলসুম বেগম, সাং-বালিপাড়া, থানা-ত্রিশাল, এ/পি শশুড় মৃত ইয়াকুব আলী, শাশুড়ী মৃত আমেনা বেগম, সাং-কৃষ্টপুর দৌলতমুন্সী বাইলেন, থানা-কোতোয়ালী, উভয় জেলা-ময়মনসিংহদ্বয়কে অত্র থানা এলাকা হইতে গ্রেফতার করেন।
এসআই (নিঃ) মোঃ সোহেল রানা সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া পূর্বের মাদক মামলার তদন্তে সন্দিগ্ধ আসামী ১। মোঃ আল মামুন (৩৫), পিতা-মৃত আব্দুর রহমান মন্ডল, মাতা-সুফিয়া খাতুন, সাং-আকুয়া সাতগরোয়াপাড়া (ভাঙ্গাপুল), থানা-কোতোয়ালী মডেল, জেলা-ময়মনসিংহকে অত্র থানা এলাকা হইতে গ্রেফতার করেন।
এসআই (নিঃ) বিশ্বজিত সূত্রধর সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া মাদক মামলার আসামী ১। মোঃ তফিজ উদ্দিন (৩৮), পিতা-মৃত মাহাতাব মিয়া, মাতা-ফিরোজা খাতুন, সাং-বয়ড়া মধ্যপাড়া জামতলা মোড়, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে অত্র থানা এলাকা হইতে গ্রেফতার করে এবং আসামীর নিকট হইতে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করেন।
এসআই (নিঃ) আল আমীন সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১। মোঃ শাহজাহান (৩৮), পিতা-মৃত গফুর মিয়া, মাতা-মোছাঃ আয়েশা বেগম, সাং-আলালপুর, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে অত্র থানা এলাকা হইতে গ্রেফতার করেন।
এসআই (নিঃ) মোঃ খোরশেদ আলম সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১। সাগর (২৫), পিতা-আঃ মান্নান, মাতা-জামিরন, সাং-কৃষ্টপুর,থানা-কোতোয়ালী, জেলা- ময়মনসিংহ।কে অত্র থানা এলাকা হইতে গ্রেফতার করেন।
ইহাছাড়াও এএসআই (নিঃ) আয়েছ মিঞা, সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করিয়া ০২ টি গ্রেফতারী পরোয়ানা ভূক্ত আসামীদের গ্রেফতার করেন।
পরোয়ানা ভূক্ত আসামীর নাম ও ঠিকানা-
১। খলিল মিয়া, পিতা-ছলিম মিয়া, স্থায়ী: (সাং: আটানী পুকুর পাড় (দিল রওশন মসজিদের সামনে), পো: ময়মনসিংহ) , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ
২। মোঃ সফুর উদ্দিন, মৃত আয়ুব আলী, সাং-নারায়নপুর , থানাঃ কোতোয়ালী , জেরাঃ ময়মনসিংহ
প্রত্যেক আসামীদের চালান মোতাবেক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে।