
ময়মনসিংহের নান্দাইলে বজ্রপাতে হাসমা আক্তার (২২) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) দুপুরে এক টার দিকে উপজেলার শেরপুর ইউনিয়নের দক্ষিণ মাদারিনগর গ্রামে এই ঘটনা ঘটে। সে একই গ্রামের নুরুল হকের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় দক্ষিণ আকাশে কালো মেঘ করে কাল বৈশাখী ঝড়ের আভাস দেখা যাচ্ছিল ও টিপটিপ বৃষ্টি পড়ছিল। এমন সময় হাসমা কাজের প্রয়োজনে ঘরের বাইরে বের হলে বজ্রপাতের কবলে পড়ে মাটিতে লুটিয়ে পড়ে। তৎক্ষনাৎ বাড়ির লোকজন তাকে উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে