প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫ । ১২:৫১ এম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫, ১৮ আশ্বিন ১৪৩২

ময়মনসিংহে কেন্দ্র সচিবসহ ৪ শিক্ষক বহিষ্কার

ইউটিভি ডেস্ক রিপোর্ট।।

এসএসসি পরীক্ষা চলাকালে শিক্ষার্থীদের কাছে মোবাইল পাওয়াসহ নানা অনিয়মের অভিযোগে ময়মনসিংহের ফুলপুর উপজেলার ভাইটকান্দি স্কুল এন্ড কলেজের কেন্দ্র সচিবসহ ৪ শিক্ষক বহিষ্কার হয়েছে। এ নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে সংশ্লিষ্টদের মধ্যে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া ইসলাম সীমা এই বহিষ্কার আদেশ দেন।

খবরের সত্যতা নিশ্চিত করে সাদিয়া ইসলাম সীমা বলেন, পরীক্ষার হলে কয়েকজন শিক্ষার্থীর কাছে মোবাইল পাওয়া গিয়েছে। এটি সংশ্লিষ্ট দায়িত্বশীলদের সুস্পষ্ট দায়িত্ব অবহেলা। এছাড়াও সংশ্লিষ্টদের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ পাওয়ায় কেন্দ্র সচিবসহ ৪ শিক্ষক বহিষ্কার হয়েছে। তারা আগামী ৫ বছর কোন পরীক্ষায় দায়িত্ব পালন করতে পারবে না।

বহিষ্কৃতরা হলেন- ভাইটকান্দি স্কুল এন্ড কলেজের কেন্দ্র সচিব কেন্দ্র সচিব মো. বিল্লাল হোসেন এবং উপজেলার ৫ নম্বর সদর ইউনিয়নের ঠাকুর বাকাই ময়েজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. হাবিবুর রহমান, নিলুফার ইয়াসমীন এবং গোলাম রেজুয়ান।

ভাইটকান্দি স্কুল এন্ড কলেজের কেন্দ্রের হল সুপার শিক্ষক সিকদার জানান, ভোকেশনাল শাখার কয়েকজন ছাত্র সম্ভবত জানালা দিয়ে জব্দ হওয়া মোবাইলগুলো পরীক্ষার হলে নিয়েছিল। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের অভিযানে এগুলো ধরা পড়ে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বহিষ্কার করা হয়েছে বলে শুনেছি।

চেয়ারম্যান: তানভীর হাসান তপু ভারপ্রাপ্ত সম্পাদক: মো: আতিকুল ইসলাম। বার্তাকক্ষ: newsutvbd@gmail.com. কপিরাইট © ইউটিভি বাংলাদেশ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন