প্রকাশের সময়: শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫ । ৪:০৯ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫, ১৮ আশ্বিন ১৪৩২

ময়মনসিংহ ডিবি পুলিশের অভিযানে ১০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক-১; মোটরসাইকেল জব্দ

ইউটিভি ডেস্ক রিপোর্ট।।

ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা কোতোয়ালী থানাধীন চরপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১০০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা ট্যাবলেট বহনকারী ০১টি মোটর সাইকেলসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। উক্ত বিষয়টি একটি প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)।

অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা,ময়মনসিংহের নির্দেশে এসআই(নিঃ) রাজীব তালুকদার সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানাধীন চরপাড়া সাকিনস্থ ময়মনসিংহ মেডিকেল কলেজ ইমারজেন্সি নতুন দশতলা ভবনের মেইন গেইটের সামনে হইতে ২৭ মার্চ ২০২৫ খ্রিঃ তারিখ ১৭.১৫ ঘটিকায় ১০০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা ট্যাবলেট বহনকারী ০১টি মোটর সাইকেলসহ মাদক ব্যবসায়ী ১। আজহারুল ইসলাম ওরফে বিপ্লব (৪৫), পিতা-মৃত এস.এম আবু বক্কর সিদ্দিক, মাতা-মৃত লুৎফুন্নেছা, সাং-নওমহল, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবৎ মাদক কারারী চক্রের সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত।

উদ্ধারকৃত ১০০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ০১টি মোটর সাইকের উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত ০১ জন আসামীর বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।

চেয়ারম্যান: তানভীর হাসান তপু ভারপ্রাপ্ত সম্পাদক: মো: আতিকুল ইসলাম। বার্তাকক্ষ: newsutvbd@gmail.com. কপিরাইট © ইউটিভি বাংলাদেশ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন