
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে ইং- ২৫ /০৩/২০২৫ তারিখ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া মোট ০৫ জন আসামী গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ) মোঃ সোহেল রানা সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া দস্যুতা মামলার আসামী ১। মোঃ আলামিন(২৭), পিতা-আবু হানিফ, মাতা-পারভীন বেগম, সাং-শিখবাড়ী হারুন টাওয়ারের পার্শ্বে, উপজেলা/থানা-কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশকে কোতোয়ালী মডেল মডেল থানা এলাকা হইতে গ্রেফতার করেন।
ইহাছাড়াও এসআই মোঃ হাফিজুর রহমান, এএসআই শওকত হোসেন, ও এএসআই মোঃ সাজেদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করিয়া ০৪ টি গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামীদেরকে গ্রেফতার করেন।
পরোয়ানাভূক্ত আসামীদের নাম ও ঠিকানা-
১। মোঃ নওশাদ জামান অমিত (), পিতা-মোঃ কাজল মিয়া, স্থায়ী: গ্রাম- গোহাইল কান্দি পুর্ব (গোহাইলকান্দি জামতলা বাইলেন ভিটাবাড়ী) , উপজেলা/থানা- ময়মনসিংহ সদর, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ
২। মিজানুর রহমান (), পিতা-মোঃ আবুল কালাম, স্থায়ী: গ্রাম- বাদে কল্পা (বিশ্বরোড মোড়) , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ
৩। মিজানুর রহমান (), পিতা-মোঃ আবুল কালাম, স্থায়ী : গ্রাম- বাদে কল্পা (বিশ্বরোড মোড়) , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ
৪। আলী জব্বার (), পিতা-মোবারক মোল্লা, স্থায়ী: (হাল সাং- বাসা বাড়ী মার্কেট, ১ নং লাইন কলপাড়া) , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ
প্রত্যেক আসামীদেরকে চালান মোতাবেক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে।