
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে ইং- ১৫ /০৩/২০২৫ তারিখ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া মোট ০৪ জন আসামী গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ) মোঃ আন্নান উল আলম, সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া নারী নির্যাতন মামলার আসামী ১। আমিনুল ইসলাম(২৫), পিতা-আব্দুল খালেক, মাতা-সাবিনা খাতুন, সাং-চড়াইতলা মন্ডলের বাজার, থানা-রাজারহাট, জেলা-কুড়িগ্রাম, এপি/সাং-মাসকান্দা গনসার মোড়(ডাক্তার মতিউর রহমান ভূইয়া এর নির্মানাধীন ভবন), থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ কে অত্র থানা এলাকা হইতে গ্রেফতার করে ।
এসআই(নিঃ) সজীব কোচ, সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১। সজল সাহা (২৭), পিতা-মৃত স্বপন সাহা, মাতা-মৃত অঞ্জলী সাহা, সাং-নাটকঘরলেন, থানা-কোতোয়ালী, ২। মোঃ কবির হোসেন (৩০), পিতা-মৃত নুর মোহাম্মদ, মাতা-আনোয়ারা বেগম, সাং-উজানপাড়া, থানা-ত্রিশাল, উভয় জেলা-ময়মনসিংহদ্বয়কে অত্র থানা এলাকা হইতে গ্রেফতার করে ।
ইহাছাড়াও এএসআই (নিঃ) মোঃ কামরুল হাসান সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করিয়া ০১ টি গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামীকে গ্রেফতার করেন।
পরোয়ানাভূক্ত আসামীদের নাম ও ঠিকানা-
১। মোঃ সুমন (৩১) (), পিতা-রাজ্জাক, স্থায়ী: গ্রাম- চর কালীবাড়ী (চরকালীবাড়ী চায়না মোড়) , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ।
প্রত্যেক আসামীদেরকে চালান মোতাবেক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে।