প্রকাশের সময়: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ । ৮:১০ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫, ১৯ আশ্বিন ১৪৩২

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে মাদক মামলার আসামীসহ গ্রেফতার ০৯ জন

ইউটিভি ডেস্ক রিপোর্ট।।

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে ১৮/০২/২০২৫ ইং তারিখ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া মোট ০৯ জন আসামী গ্রেফতার করা হয়।

এসআই (নিঃ) মোঃ আব্দুল হক, সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলায় ধৃত আসামী ১। সেকান্দর বাদশা আসাদ (৩১), পিতা-মোঃ আব্দুল মজিদ, মাতা-মেহেরুন ন্নেছা, সাং-গোপালপুর, ২। আশফাক হোসেন বাবু (২৫), পিতা-আক্কাস আলী মন্ডল, মাতা-রমিজা খাতুন, সাং-বড়গাও, ৩। সোহেল খান (৩৮), পিতা-আব্দুল বাতেন খান, মাতা-রাশেদা খাতুন, সাং-বড়গাও, সর্ব থানা-ত্রিশাল, ৪। মোঃ নূরে তানভীর শোভন (৩২), পিতা-মোহাম্মদ আলী, মাতা-গুলশানারা বেগম, সাং-১৭/ক হামিদ উদ্দিন রোড, থানা-কোতোয়ালী, সর্ব জেলা -ময়মনসিংহদেরকে অত্র থানাধীন দিঘারকান্দা বাইপাস এলাকা হইতে গ্রেফতার করেন।

এসআই(নিঃ) মাসুদ জামালী, সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১। মোঃ কামরুল হাসনাত ভূইয়া ওরফে মিন্টু (৪৫), (১১নং নাগপুর ইউনিয়ন নান্দাইলের সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ সমর্থক), পিতা-মোঃ গিয়াস উদ্দিন, মাতা-মোছাঃ কহিনুর মমতাজ বেগম, সাং-নাগপুর, থানা-নান্দাইল, জেলা-ময়মনসিংহ’কে কোতোয়ালী থানাধীন শম্ভুগঞ্জ চায়না মোড় এলাকা হইতে গ্রেফতার করেন।

এসআই(নিঃ) মোঃ মাজহারুল ইসলাম, সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১। শফিকুল ইসলাম (৬০), পিতামৃত-আব্দুল আলী মাষ্টার, সাং-গোপালনগর, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ কে কোতোয়ালী থানাধীন চরপাড়া এলাকা হইতে গ্রেফতার করেন।

এসআই(নিঃ) রিপন চন্দ্র সরকার, সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১। মোঃ বাচ্চু মিয়া (৫৫), পিতা-আশকর মিয়া, মাতা-রেজিয়া, সাং-৩৬ বাড়ী কলোনী, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে কোতোয়ালী থানাধীন ৩৬ বাড়ী কলোনী এলাকা হইতে গ্রেফতার করেন।

এসআই(নিঃ) মোঃ রাজিবুল ইসলাম, সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া মাদক মামলার আসামী ০১। মোঃ শরিফুল ইসলাম (৩৪), পিতা-মোঃ সিদ্দিক, মাতা-শরিফা বেগম, সাং-ঢোলাদিয়া, ওয়ার্ড নং-১, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহক’ কে কোতোয়ালী থানাধীন রহমতপুর এলাকা হইতে গ্রেফতার করেন।

ইহাছাড়াও এসআই (নিঃ) মোহাম্মদ সাদ্দাম হোসেন, এসআই (নিঃ) মোঃ মতিউর রহমান সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ০১ টি সিআর সাজা পরোয়ানাভূক্ত আসামীকে গ্রেফতার করেন।

পরোয়ানাভূক্ত আসামীর নাম ও ঠিকানা-

১। লিটন (৪৫), পিতা-বাচ্চু মিয়া, বর্তমান: গ্রাম- পাটগুদাম রোড (রেলীর মোড় (নূরু মুন্সীর বাড়ীর ভাড়াটিয়া)) , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ: স্থায়ী: (সাং: জেসি গুহ রোড, পো: ময়মনসিংহ) , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ।

প্রত্যেক আসামীদের চালান মোতাবেক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে।

চেয়ারম্যান: তানভীর হাসান তপু ভারপ্রাপ্ত সম্পাদক: মো: আতিকুল ইসলাম। বার্তাকক্ষ: newsutvbd@gmail.com. কপিরাইট © ইউটিভি বাংলাদেশ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন