
ময়মনসিংহে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই যুবকের। শুক্রবার বেলা ১১ টার দিকে সদরের জিগাতলা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, দুই বন্ধু আবির ও মেহেদি মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়েছিলো। নগরীর মাসকান্দা থেকে চুরখাইয়ের দিকে যাওয়ার পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে জিগাতলা এলাকায় দ্রুত গতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এসময় স্থানীয়রা গুরুতর আহত দুইজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।