প্রকাশের সময়: শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫ । ৫:৩৩ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫, ১৮ আশ্বিন ১৪৩২

ইউটিভি ডেস্ক রিপোর্ট।।

জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহ এর অভিযানে আত্মগোপনে থাকা কেন্দ্রীয় ছাত্রলীগের শিক্ষা ও পাঠ চক্র সম্পাদক এবং সাধার সম্পাদক সলিমুল্লাহ মুসলিন হল এর নেতা গ্রেফতার।

অতিক্তির পুলিশ সুপার, জনাব মোহাইমেনুর রশিদ এর নেতৃত্বে অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা,ময়মনসিংহসহ সংগীয় অফিসার ও ফোর্সহ ময়মনসিংহ শহর এলাকায় অভিযান পরিচালনা করে ইং ১৭/০১/২০৫ তারিখ রাত ০০.৫০ ঘটিকার সময় কলেজ রোড এলাকা হইতে আত্মগোপনে থাকা কেন্দ্রীয় ছাত্রলীগের শিক্ষা ও পাঠ চক্র সম্পাদক এবং সাধার সম্পাদক সলিমুল্লাহ মুসলিন হল এর নেতা মোঃ মোস্তফা সরকার নিশাত (২৭), পিতা মৃতঃ আয়নাল হক, মাতা মৃতঃ মমতাজ বেগম, সাং-গান্দাইল, থানা-জামালপুর সদর, জেলা-জামালপুরকে গ্রেফতার করা হয়।

উক্ত আসামীকে অদ্য ১৭/০১/২০২৫ তারিখ ডিএমপি ডিবি, ঢাকায় হস্তান্তর করা হয়েছে।

চেয়ারম্যান: তানভীর হাসান তপু ভারপ্রাপ্ত সম্পাদক: মো: আতিকুল ইসলাম। বার্তাকক্ষ: newsutvbd@gmail.com. কপিরাইট © ইউটিভি বাংলাদেশ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন